বিদ্যাসাগর কুইজ-বিভাস ঘোষাল


            বিদ্যাসাগর কুইজ
             বিভাস ঘোষাল

1. বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
-১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 
2. বিদ্যাসাগরের পিতার নাম কি?
-ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।
3. কত বছর বয়সে তিনি পাঠশালায় ভর্তি হন?
- চার বছর নয় মাস বয়সে ঈশ্বরচন্দ্রকে প্রথমে সনাতন বিশ্বাসের পাঠশালায় এবং পরে কালীকান্ত চট্টোপাধ্যায় এর গ্রামের পাঠশালায় পাঠানো হয়।
4. বিদ্যাসাগর কত সালে কলকাতার পাঠশালায় ভর্তি হন?
-১৮২৮ সালের ডিসেম্বর মাসে তাঁকে কলকাতার একটি পাঠশালায় ভর্তি হন।
5. গ্রাম থেকে শহরে আসার সময় বিদ্যাসাগর কি দেখে ইংরেজি সংখ্যা শেখেন?
- ইংরেজি মাইলফলক।
5. বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হয়?
-১৮২৯ সালের জুন মাসে সংস্কৃত কলেজে ভর্তি করানো হয়।
6. ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন?
  -১৮৩৯ সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
7. কারা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন?
-সংস্কৃত কলেজ।
পরে তিনি দু-বছর ওই কলেজে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, তর্ক, জ্যোতির্বিজ্ঞান, হিন্দু আইন এবং ইংরেজি বিষয়ে অধ্যয়ন করেন। তাছাড়া প্রতি বছরই তিনি বৃত্তি এবং গ্রন্থ ও আর্থিক পুরস্কার পান।
8. কত সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়ম কলেজের বাংলা ভাষার প্রধান পন্ডিতের পদ লাভ করেন?
- ১৮৪১ সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজ ত্যাগ করার অল্প পরেই তিনি ফোর্ট উইলিয়ম কলেজের বাংলা ভাষার প্রধান পন্ডিতের পদ লাভ করেন।
9. কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন?
-১৮৪৬ সালের এপ্রিল মাসে সংস্কৃত কলেজে সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
9. কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে ইস্তফা দেন?
-  সংস্কৃত কলেজের শিক্ষকগণের রক্ষণশীল মনোভাবের কারণে ১৮৪৭ সালের জুলাই মাসে তিনি সংস্কৃত কলেজের কাজে ইস্তফা দেন ।
10. কত সালে ফোর্ট উইলিয়ম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষ নিযুক্ত হন?
-১৮৪৯ সালের জানুয়ারি মাসে, ফোর্ট উইলিয়ম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষ নিযুক্ত হন।
11.কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের   কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন?
-১৮৫১ সালের জানুয়ারি মাসে তিনি সংস্কৃত কলেজের  কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন।
12. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে করা সংস্কৃত কলেজে ভর্তি হতে পারতেন?
-    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের   অধ্যক্ষ হওয়ার আগে  সংস্কৃত কলেজে পড়ার অধিকার ছিল কেবল ব্রাহ্মণ এবং বৈদ্য ছাত্রদের।
13.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  অধ্যক্ষ হওয়ার পর সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেন?
- তিনি সব শ্রেণির হিন্দুদের জন্যে কলেজের দ্বার উন্মুক্ত করেন।
14. সংস্কৃত কলেজের বেতন নেওয়ার প্রথা কে চালু করেন?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
15.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ হয়ে ছুটির ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেন?
-প্রতিপদ ও অষ্টমীর বদলে রবিবার সপ্তাহিক ছুটি চালু করেন।
16. বিদ্যাসাগর সাংখ্য এবং বেদান্ত দর্শন সম্পর্কে কী ধারণা পোষণ করতেন?
- তিনি সাংখ্য এবং বেদান্ত দর্শনকে ভ্রান্ত এবং প্রাচীনপন্থী বলে বিবেচনা করতেন।
17. বিদ্যাসাগর পাশ্চাত্যের কোন দর্শনের বিরোধিতা করে কোনটি পড়ানোর কথা বলেন?
-তিনি বার্কলের দর্শন এবং অনুরূপ পাশ্চাত্য দর্শন শিক্ষাদানের বিরোধিতা করেন এবং তার পরিবর্তে বেকনের দর্শন এবং জন স্টুয়ার্ট মিলের তর্কশাস্ত্র পড়ানোর সুপারিশ করেন।
18. বিদ্যাসাগর কত সালে অতিরিক্ত সরকারি স্কুল পরিদর্শক এর দায়িত্ব পান?
- ১৮৫৫ সালের মে মাসে বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদের অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়।
19. বিদ্যাসাগর স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোন স্কুল খোলেন?
-শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নর্মাল স্কুল স্থাপন করেন।
সমর্থ হন।
20. কত সালে  কলকাতা মেট্রোপলিটান ইনস্টিটিউশন স্থাপিত হয়?
-১৮৫৯ সালে।
21. বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউট এর নাম কি রাখেন?
-১৮৬৪ সালে তিনি এর নাম রাখেন হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউট।

22. মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?
- বিদ্যাসাগর কলেজ।
23. বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
- 35 টি।
24.বিদ্যাসাগরের বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয়?
-বর্ণপরিচয় (১৮৫১)।
25. বোধোদয় কত সালে প্রকাশিত হয়? -বোধোদয় (১৮৫১),
26.কথামালা কত সালে প্রকাশিত হয়?
-কথামালা (১৮৫৬),
27.চরিতাবলী (১৮৫৬) কার লেখা?
- বিদ্যাসাগরের।
28. বিদ্যাসাগরের প্রথম সাহিত্যগ্রন্থথের নাম কি?
-বেতালপঞ্চবিংশতি ।
29. বিদ্যাসাগর কবে শকুন্তলা রচনা করেন?
-১৮৫৪।
30.  বিদ্যাসাগর সীতার বনবাস কবে রচনা করেন?
-১৮৬০
31. বিদ্যাসাগরের লেখা ভ্রান্তিবিলাস কোন গ্রন্থের অনুবাদ?
- শেক্সপীয়রের কমেডি অব এররর্স ।
32.ভ্রান্তিবিলাস কত সালে রচনা করেন? - - -1869
33. কোন পত্রিকায় তার বালবিধবাদের পুনর্বিবাহের পক্ষে তাঁর প্রথম বেনামী লেখা প্রকাশিত হয়?
- ১৮৪২ সালের এপ্রিল মাসে বেঙ্গল স্পেক্টেটর পত্রিকায়।
34.বালবিধবাদের পুনর্বিবাহের পক্ষে কবে তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়?
- ১৮৫৫ সালের জানুয়ারি মাসে, দ্বিতীয় গ্রন্থ অক্টোবর মাসে।
35. বিদ্যাসাগরের আন্দোলনের ফলে কবে বিধবা বিবাহ আইন পাশ হয়?
- ১৮৫৬ সালের জুলাই মাসে বিধবাবিবাহ আইন প্রণীত হয়।
36.১৮৫৮ সালে কোন একটা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফেলো নির্বাচিত যারা হয়েছিলেন  তাদের মধ্যে বিদ্যাসাগর ছিলেন  অন্যতম । বিশ্ববিদ্যালয়ের নাম টি কি?
- কলকাতা বিশ্ববিদ্যালয়।
37. কত সালে বিদ্যাসাগর ইম্পেরিয়াল অ্যাসেমব্লিজ-এ সম্মাননা-সনদ লাভ করেন?
-১৮৭৭ সালের জানুয়ারি মাসে ।
38. কত সালে বিদ্যাসাগর সি.আই.ই হন?
-১৮৮০ সালের জানুয়ারিতে সি.আই.ই  (CIE) হন।
39. বিদ্যাসাগরের মৃত্যু কত সালে হয়?
- ২৯ জুলাই, ১৮৯১। 
40.কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? 
- আত্মচরিত
41.বাংলা গদ্যের জনক কে? 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
42.বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? 
- বিদ্যাসাগর চরিত 
43.বিধবাবিবাহ রহিতকরণে কে কলম যুদ্ধ করেন?
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
44.বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?
- প্রভাবতী সম্ভাষণ
45.১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
- বর্ণপরিচয় 
46.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণের ‘অযোদ্ধা কাণ্ড’ -এর বঙ্গানুবাদ কোনটি?
- ঋজুপাঠ(দ্বিতীয় ভাগ)
47.কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? 
-বেতাল পঞ্চবিংশতি
48. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মাতার নাম কি?
-ভগবতী দেবী।
49.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর স্ত্রীর নাম কি?
- দীনময়ী দেবী।
50.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর  সন্তানের নাম কি?
- নারায়ণচন্দ্র বিদ্যারত্ন।
51.ঈশ্বরচন্দ্রের পিতামহের নাম কি?
  -  ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ
  52.বিদ্যাসাগর এর উদ্যোগে প্রথম হওয়া বিধবা বিবাহের পাত্র পাত্রী কে ছিলেন?
- পাত্র ছিলেন প্রসিদ্ধ কথক রামধন তর্কবাগীশের কণিষ্ঠ পুত্র তথা সংস্কৃত কলেজের কৃতি ছাত্র ও অধ্যাপক, বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। পাত্রী ছিলেন বর্ধমান জেলার পলাশডাঙা গ্রামের অধিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের দ্বাদশ বর্ষীয়া বিধবা কন্যা কালীমতী।
53.কবে কলকাতায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়?
- ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর কলকাতায় প্রথম বিধবা বিবাহ আয়োজিত হয় ১২, সুকিয়া স্ট্রিটে বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। 
54. কথামালা কোন কাহিনী অবলম্বনে রচিত হয়?
-  ঈশপেরকাহিনি অবলম্বনে রচিত কথামালা প্রকাশিত হয়।
55. কত সালে  পাইকপাড়ার রাজাদের পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদের কান্দিতে বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠা করেন ইংরেজি-বাংলা স্কুল?
-১৮৫৯ সালের ১ এপ্রিল।
56.কখন বিদ্যাসাগর বোর্ড অফ একজামিনার্সের পদ থেকেও ইস্তফা দেন ?
-১৮৬০ সালে বোর্ড অফ একজামিনার্সের পদ থেকেও ইস্তফা দেন তিনি। 
57.কোন গ্রন্থের অবলম্বনে বিদ্যাসাগর সীতার বনবাস রচনা করেন?
- ১৮৬০ সালের ১২ এপ্রিল ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে  বিদ্যাসাগর সীতার বনবাস প্রকাশ করেন।
58.-মাইকেল মধুসূদন দত্ত  বিদ্যাসাগরকে  উৎসর্গ করে কোন গ্রন্থ লেখেন?
-মাইকেল মধুসূদন দত্ত তাঁকে উৎসর্গ করেন  বীরাঙ্গনা কাব্য  রচনা করেন  । 
59. ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি কখন তাঁকে সাম্মানিক সদস্য নির্বাচিত করে। 
-  ১৯৬৪ সালের ৪ জুলাই ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটিতাঁকে সাম্মানিক সদস্য নির্বাচিত করে। 
60. কোথায় তিনি অন্নসত্র খোলেন?
- ১৮৬৭ সালে বীরসিংহ গ্রামে নিজ ব্যয়ে একটি অন্নসত্র স্থাপন করেন।
(ছয় মাস দৈনিক চার-পাঁচশো নরনারী ও শিশু এই অন্নসত্র থেকে অন্ন, বস্ত্র ও চিকিৎসার সুযোগ পেয়েছিল।)
61. কত সালে বিদ্যাসাগর বেথুন কলেজের সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন?
- ১৮৬৯ সালের জানুয়ারি মাসে বেথুন বালিকা বিদ্যালয়ের সেক্রেটারির পদ ত্যাগ করেন।
62. কার কাছে বিদ্যাসাগর  শেকসপিয়রের পাঠ নেন?
- শোভাবাজার রাজবাড়ির আনন্দকৃষ্ণ বসুর কাছে তিনি শেকসপিয়রের পাঠ নেন। 
63. বিদ্যাসাগর কবে নিজ পুত্রের সাথে এক বিধবা রমনীর বিবাহ দেন?
-১১ আগস্ট,১৮৭০ এ বিদ্যাসাগর বাইশ বছর বয়সী পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে কৃষ্ণনগর নিবাসী শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চতুর্দশবর্ষীয়া বিধবা কন্যা ভবসুন্দরীর বিবাহ দেন। 
64.কখন বিদ্যাসাগরের মাতা প্রয়াত হন?
-১৮৭১ সালের ১২ এপ্রিল কাশীতে মা ভগবতী দেবী প্রয়াত হন।
65. কত সালে রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের সঙ্গে বাদুড়িয়ার বাড়িতে দেখা করতে আসেন?
-১৮৮২ সালের ৫ আগস্ট রামকৃষ্ণ পরমহংস তাঁর বাদুড়বাগানের বাড়িতে আসেন। 
66. কত সালে বিদ্যাসাগর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন?
-১৮৮৩ সালে বিদ্যাসাগর  পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। 
67. বিদ্যাসাগর ব্রজবিলাস গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশ করেন?
-১৮৮৪ সালের নভেম্বরে ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনামে ব্রজবিলাস গ্রন্থ প্রকাশ করেন।
68. কত সালে তিনি তাঁর মায়ের নামে বীরসিংহ গ্রামে বিদ্যালয় স্থাপন করেন?
-১৮৯০ সালের ১৪ এপ্রিল বীরসিংহ গ্রামে মায়ের নামে স্থাপন করেন ভগবতী বিদ্যালয়।
69. বিদ্যাসাগর কখন মারা যান?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন ১৮৯১ সালের ২৯ জুলাই, বাংলা ১২৯৮ সনের ১৩ শ্রাবণ, রাত্রি দুটো আঠারো মিনিটে ।
70. বিদ্যাসাগর কোথায় পরলোকগমন করেন?
-তাঁর কলকাতার বাদুড়বাগানের বাসভবনে।
71. বিদ্যাসাগরের শেষ জীবন কোথায় কাটে? 
- ঝাড়গ্রাম এর কার্মাটরে সাঁওতালদের সঙ্গে।
72. বিদ্যাসাগর বেথুন কে কোন স্কুল তৈরিতে সাহায্য করেন?
- বেথুন বালিকা বিদ্যালয়।
73. বিদ্যাসাগরকে কে করুণারসাগর উপাধি দেন?
- মাইকেল মধুসূদন দত্ত।
74. কাকে ঋণ থেকে মুক্ত করতে বিদ্যাসাগর ফ্রান্সে 1500 টাকা পাঠান?
- মাইকেল মধুসূদন দত্ত কে।

Comments

Post a Comment

Popular posts from this blog

ক্যুইজ  অন নেতাজী সুভাষ চন্দ্র বসু                             লেখক  বিভাস ঘোষাল

নেতাজী সুভাষচন্দ্র বসু ও তাঁর আাদর্শ