ক্যুইজ  অন নেতাজী সুভাষ চন্দ্র বসু                             লেখক  বিভাস ঘোষাল










                ক্যুইজ  অন নেতাজী সুভাষ চন্দ্র বসু
                            লেখক  বিভাস ঘোষাল
















লেখকের নিবেদন
পৃথিবীর শ্রেষ্ঠ বি‌প‌লবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল নেতাজী সুভাষ চন্দ্র বসু। তাঁর জীবন, আত্মত্যাগ, হার না মানা মনোভাব, আপোষহীন সংগ্রাম আজ ও আপামর ভারতবাসীকেঅনুপ্ররাণিত করে। দুর্ভাগ্যের বিষয় রাজনৈতিক কারনে ভারতের রাজনীতিবিদরা নেতাজী ও তাঁর আজাদ হিন্দ বাহিনীর অবদান ভারতের স্বাধীনতা সংগ্রাম এর ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। আজ ও সে ধারা অব্যাহত। প্রকৃত আত্মত্যাগের ইতিহাস,বীরত্বের  কাহিনী না জানার জন্য ভারতবর্ষের এত দুর্নীতি,দেশপ্রেমের অভাব। তাই আজ দুধে জল মেশানো সবাভাবিক , ঘুষ দেওয়া ও নেওয়া অস্বাভাবিক নয়, এমনকি পয়সার জন্য ভাগারের মাংস, ঔষধ জাল করার মত ঘৃণ্য কাজ করতেও মানুষের আজ বাঁধে না। তাই এখন সময় এসেছে মহান আত্মত্যাগীদের বিষয়ে জানা।  এই ভাবনা নিয়েই ‘দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু ও তাঁর আজাদ হিন্দ বাহিনীর  বহু অজানা তথ্য নিয়ে আমার এই বইটি লেখা। আজাদ হিন্দ সরকার গঠনের 75 বছরে এটাই আমার শ্রদ্ধা প্রদর্শন । জয়হিন্দ ।
                     বিভাস ঘোষাল

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০১৯















                                                               উৎসর্গ

নেতাজী সুভাষ চন্দ্র বসু , আজাদ হিন্দ বাহিনীর ও সরকারের শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদের





                                                                    বিভাস ঘোষাল













     ক্যুইজ অন নেতাজী সুভাষ চন্দ্র বসু
                    লেখক বিভাস ঘোষাল

১. সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়?
উ) ওড়িশার কটক শহরে।
২. সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন?
উ) ২৩ শে জানুয়ারি,  ১৮৯৭।
৩. সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি?
উ) জানকীনাথ বসু।
৪. সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি?
উ) প্রভাবতী দেবী
৫.হাটখোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কি ছিল?
উ) হাটখোলার দত্ত পরিবারের কন্যা প্রভাবতী দেবী ছিলেন সুভাষচন্দ্র বসুর মাতা।
৬) জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করেন?
উ) কটকে।
৭.সুভাষ বসুর পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেন?
উ) ১৮৮৫ সাল।
৮. বসু পরিবারের বাস কোথায় ছিল? 
উ) কলকাতার নিকট মহীনগরে।
৯. জানকীনাথ বসু কত সালে  ব্যবস্থাপক সভার সদস্য হন?
উ) ১৯১২ সালে।
১০. জানকীনাথ বসু কি কারণে রায়বাহাদুর খেতাব বর্জন করেন?
উ) সরকারী দমন নীতির প্রতিবাদে  জানকীনাথ বসু ১৯১২ সালে পাওয়া রায়বাহাদুর খেতাব বর্জন করেন।
১১. সুভাষচন্দ্র বসুর কতজন  ভাইবোন ছিল?
উ) ১৪ জন।
১২. সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান ছিলেন?
উ) নবম।
১৩.সুভাষচন্দ্র বসু প্রথম ছোটবেলায় কোন বিদ্যালয়ে পড়াশুনা করতেন?
উ) কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল।
১৪. ছোটবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হন?
উ) বেনীমাধব দাশ
১৫. সুভাষচন্দ্র বসু প্রথম স্কুল কোনটি ছিল?
উ) প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল।
১৬. সুভাষচন্দ্র বসু কত সালে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিলেন?
উ) ১৯০২ সালে।
১৭. সুভাষচন্দ্র  বসু  প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কত সাল পর্যন্ত পড়াশুনা করেন?
উ) ১৯০২-১৯০৯ সাল।
১৮. প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলটি কারা পরিচালনা করতেন?
উ) ব্যাপটিস্ট  মিশনারি।
১৯. সুভাষচন্দ্র বসু কত সালে ম্যাট্রিক পাশ করেন?
উ) ১৯১১ সালে।
২০. সুভাষ চন্দ্র বসু মাট্রিক পরীক্ষায় কততম স্হান অধিকার করেন?
উ) দ্বিতীয় স্হান।
২১. কলকাতার কোন  কলেজে সুভাষচন্দ্র বসু  প্রথম ভর্তি হন?
উ) প্রেসিডেন্সি  কলেজ।

২৩. কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়?
উ) প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয়।
২৪. সুভাষচন্দ্র বসু কত সালে বি.এ। পাশ করেন?
উ) ১৯১৮ সালে।
২৫. সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বি.এ. পাশ করন?
উ) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়।
২৬. সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বি.এ.পাশ করেন?
উ) দর্শন।
২৭. সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্য নিয়ে বি.এ. পাশ করেন?
উ) সুভাষচন্দ্র বসু আই সি এস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিলেত যাত্রা করেন।
২৮. সুভাষচন্দ্র বসু কত সালে বিলেত যাত্রা করেন?
উ) ১৯১৯ সালের ৯ সেপ্টেম্বর ।
২৯. সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কত তম স্থান পায়?
উ) চতুর্থ স্থান।
৩০. সুভাষ চব্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
৩১. হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৩২.সুভাষচন্দ্র বসু কোনদিনে জন্মগ্রহণ করেন?
উ) শনিবার।
৩৩. শরৎ বসুর স্ত্রীর নাম কি ছিল?
উ) বিভাবতী দেবী।
৩৪. সুভাষচন্দ্র বসু যখন ব্রিটেনে আইসিএস এর জন্য গিয়েছিলেন,  তখন তাঁর কোন ভাই সেখানে শিক্ষা গ্রহণ করেন?
উ) সতীশচন্দ্র বসু।
৩৫. কার প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে মনস্হির করেন?
উ) পিতা জানকীনাথ বসুর প্রতিশ্রুতি রাখতে।
৩৬. সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে দেশে ফেরেন?
উ) ১৯২১ সালে।
৩৭.সুভাষচন্দ্র বসুর পৈত্রিক বাড়ি কোথায়?
উ) সুভাষগ্রাম ( কোদালিয়া গ্রাম) দক্ষিন ২৪ পরগনা।
৩৮.  সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতার মেয়র হন?
উ) ১৯৩০ সালে।
৩৯. Indian Struggle বইটি কার লেখা?
উ) সুভাষচন্দ্র বসুর লেখা।
৪০. Indian Struggle  বইটি কত সালে প্রকাশিত হয়?
উ) ১৯৩৫ সালে।
৪১. ফরওয়ার্ড পত্রিকা কে প্রতিষ্ঠা করেন?
উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
৪২. ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৪৩. তরুণের স্বপ্ন কার লেখা?
উ) সুভাষচন্দ্র বসু।
৪৪. সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কি ছিল?
উ) শরৎচন্দ্র বসু।
৪৫. কাকে Patriot of Patriots বলা হয়?
উ) সুভাষচন্দ্র বসুকে।
৪৬. সুভাষচন্দ্র বসুকে কে ‘Patriots of Patriots ‘ উপাধি দিয়েছিলেন?
উ) গান্ধিজি।
৪৭. সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন?
উ) ১৯৩৯ সালের ৩ মে।
৪৮. ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি কে ছিলেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৪৯. ফরওয়ার্ড ব্লকের প্রথম সহ- সভাপতি কে ছিলেন?
উ) সর্দার শার্দুল সিং কাভিশ।
৫০. কার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়?
উ) গান্ধিজির নির্দেশে।
৫১. কবে সুভাষচন্দ্র কে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়?
উ) ১৯৩৯ সালের ১১ আগস্ট।
৫২. সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন?
উ) ১৯৩৮ সালে।
৫৩. সুভাষচ্ন্দ্র বসু কোন অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
উ) হরিপুরা অধিবেশনে।
৫৪. কে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন?
উ) সুভাষচন্দ্র বসু।
৫৫. সুভাষচন্দ্র বসু ত্রিপুরি অধিবেশনে কাকে পরাজিত করে উপর্যুপরি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
উ) পট্টভি সীতারামাইয়াকে।
৫৬. পট্টভি সীতারামাইয়াকে পরাজয়কে কে নিজের পরাজয় বলে ঘোষণা করেন?
উ) গান্ধিজি।
৫৭. কোন সালে সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বাংলার প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হয়েছিলেন?
উ) ১৯২৩ সালে।
৫৮.  ১৯৪১ সালে গৃহত্যাগের পর মোটরগাড়ি করে সুভাষচন্দ্র বসু কোন স্টেশনে  পৌঁছান?
উ) গোমো।
৫৯. গোমো থেকে তিনি ট্রেনে করে কোথায় পৌঁছন?
উ) পেশোয়ার।
৬০. সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাড়ি থেকে মোটরগাড়ি করে যখন গোমো পৌছঁন,  তখন সেই গাড়িরচালককে হয়েছিলেন?
উ) শিশির কুমার বসু।
৬১. শিশির কুমার বসু সম্পর্কে সুভাষচন্দ্র বসুর কে হন?
উ) ভাইপো।
৬২. আইসিএস পরীক্ষার সুভাষ চনদ্র বসু কত নম্বর স্থান পান?
উ) চতুর্থ।
৬৩.  সুভাষ চন্দ্র বসুকে নেতাজী উপাধি কারা দিয়েছিলেন?
উ) জার্মানি তে অবস্থিত ভারতীয় সেনারা।
৬৪. বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কে গঠন করেন?
উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।
৬৫. বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কত সালে স্থাপিত হয়?
উ) ১৯৪১ সালে।
৬৬. আজাদ হিন্দ রেডিয়ো কে স্থাপন করেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৬৭. কত সালে নেতাজী জার্মানি থেকে সাবমেরিনে যাত্রা শুরু করেন?
উ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে।
৬৮. কোথায় পৌছেঁ নেতাজি জাপানি সাবমেরিন- এ ওঠেন?
উ) মাদাগাস্কার।
৬৮. নেতাজী আফগানিস্তানে অবস্হান কালে কি ছদ্মবেশ গ্রহণ করেন?
উ) একজন পাশতুন এজেন্ট জিয়াউদ্দিন।
৬৯. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন?
উ) নেতাজি সুভাষ চন্দ্র বসু।
৭০. মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন?
উ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৭১. কখন মহাজাতি সদন প্রতিষ্ঠিত হয়?
উ) ১৯৩৯ সালের ১৯ আগস্ট।
৭২. আজাদ হিন্দ ফৌজ প্রকাশিত  তামিল পত্রিকার নাম কি?
উ) যুব ভারতম।
৭৩. Indian Pilgrim কার লেখা?
উ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর।
৭৪.  নেতাজি কত সালে স্নাতক হন?
উ) ১৯১৮ সালে।
৭৫. নেতাজি কোন কারণে জার্মানির স্হানে জাপানের সাহায্যে দক্ষিন-
পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন?
উ) দক্ষিন-পূর্ব এশিয়ায় জাপানের দ্রুত সাফল্য ও ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য ঐ অঞ্চলে সুবিধাজনক উপলব্ধি করে নেতাজি  দক্ষিন পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন।
৭৬. সুভাষ চন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কি?
উ) Indian Pilgrim।
৭৭. প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষ চন্দ্র বসুর সঙ্গে আর কোন ছাত্র কে প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহের কারণে বহিষ্কার করা হয়?
উ) আনঙ্গ দাসকে।
৭৮. অরল্যান্ডো মাজোট্টা কার ছদ্মনাম ছিল?
উ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর।
৭৯. সুভাষচন্দ্র বসু আফগানিস্হান থেকে জার্মানি যাওয়ার পথে কি ছদ্মনাম গ্রহণ করেন?
উ) অরল্যান্ডো মাজোট্টা ( Count Orlando Mazzotta)।
৮০. দেশনায়ক কার উপাধি?
উ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর।
৮১. সুভাষ চন্দ্র বসুকে কে দেশনায়ক উপাধি দেন?
উ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৮২. জয়হিন্দ শ্লোগান কে দিয়েছিলেন?
উ) নেতাজি সুভাষচন্দ্র বসু।
৮৩. আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম কি ছিল?
উ)ঝাঁসী রানি বাহিনী।
৮৪. সুভাষ চন্দ্র বসু কি কারনে গান্ধি-আরউইন চুক্তি এবং আইন অমান্য আন্দোলন বন্ধের প্রতিবাদ করেছিলেন?
উ) সুভাষচন্দ্র বসুর প্রতিবাদের কারণ ছিল এই চুক্তিতে ভগৎ সিং ও তারর সহ- বিপ্লবীদের ফাঁসি রদ করা হয়নি এবং দেশের স্বাধীনতার কোন প্রতিশ্রুতি ছিলনা।
৮৫. সুভাষ চন্দ্র বসু প্রথম কত সালে ন্যাশানাল প্লানিং কমিটি গঠন করেন?
উ) ১৯৩৮ সালে।
৮৬. পরাধীন ভারতে কে প্রথম ন্যাশনাল প্লানিং কমিটি গঠন করেন?
উ) সুভাষ চন্দ্র বসু।
৮৭. ন্যাশনাল প্লানিং কমিটির প্রথম সভাপতি কে ছিলেন?
উ) জওহরলাল নেহরু।
৮৮. আই সি এস এর লোভনীয় চাকরি ত্যাগ করে সুভাষ চন্দ্র বসু কবে ভারতে ফেরেন?
উ) ১৯২১ সালের ১৬ জুলাই।
৮৯. কোন ঘটনাকে নেতাজী ‘ জাতীয় বিপর্যয়' বলেছিলেন?
উ) গান্ধিজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার এর ঘটনাকে নেতাজী ‘ জাতীয় বিপর্যয়' বলেছিলেন।
৯০. ইন্ডিপেন্ডেন্স লিগ অব ইন্ডিয়া কে/কারা গঠন করেন?
উ) সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু।
৯১. ইন্ডিপেন্ডেন্স লিগ অব ইন্ডয়া কত সালে গঠিত হয়?
উ) ১৯২৮ সাল।
৯২. সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেস এ কত ভোট পেয়েছিলেন?
উ) ১৫৮০ টি।
৯৩. সুভাষ চন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বি পট্টভি সীতারামাইয়া ত্রিপুরি কংগ্রেসে কত ভোট পেয়েছিলেন?
উ) ১৩৭৭ টি।
৯৪. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কত ভোটে জয়ী হন?
উ) ২০৩ ভোটে।
৯৫. সুভাষচন্দ্র বসুকে শেষ বারের মত ইংরেজ সরকার কোন আইনে  গ্রেফতার করেন?
উ) ভারত রক্ষা আইন।
৯৬. শেষ বার কখন সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইন এ গ্রেফতার করে?
উ) ১৯৪০ সালের ২ রা জুলাই।
৯৭. কখন সুভাষচন্দ্র বসুকে নিজ গৃহে অন্তরীণ করা হয়?
উ) ১৯৪০ সালের ৫ ডিসেম্বরে।
৯৮. স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়া কত সালে গঠিত হয়?
উ) ১৯৪১ সালের ২ রা নভেম্বর।
৯৯.ফ্রি ইন্ডিয়া কে গঠন করেন?
উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।
১০০. সুভাষচন্দ্র বসু কবে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন?
উ) ২২ শে ফেব্রুয়ারি, ১৯১৬ সাল।
১০১. সুভাষচন্দ্র বসুকে কে বিতাড়নের আদেশ জারি করেছিলেন?
উ) কলেজের প্রধান অধ্যক্ষ এইচ.আর.জেমস।
১০২. প্রেসিডেন্সি কলেজ থেকে কবে সুভাষচন্দ্র বসুর বহিষ্কার প্রত্যাহার করা হয়?
উ) ১৯৯৬ সালের ২৩ শে জানুয়ারি।
১০৩. সুভাষচন্দ্র বসুর বহিষ্কার প্রত্যাহারের সময় কে কলেজের অধ্যক্ষ ছিলেন?
উ) অমলকুমার মুখোপাধ্যায়।
১০৪.সুভাষচন্দ্র বসু ম্যাট্রিকুলেশন পরীক্ষায়  কত নম্বর পান?
উ) ৭০০ নম্বরের মধ্যে ৬০৯ নম্বর।
১০৫. ম্যাট্রিকুলেশনে সুভাষচন্দ্র বসু কত শতাংশ নম্বর পেয়েছিলেন?
উ) ৮৭ শতাংশ।
১০৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রেসিডেন্সি থেকে বহিষ্কারের পর কখন সুভাষচন্দ্র বসুকে অন্য কলেজে ভর্তি হওয়ার অনুমতি দেন?
উ) ১৯১৭ সালের ২০ জুলাই।
১০৭. সুভাষচন্দ্র বসু যখন স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন তখন সেই কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উ) ডা.উর্কহার্ট।
১০৮. সুভাষচন্দ্র বসু কত সালে আই. এ. পরীক্ষা দেন?
উ) ১৯১৫ সাল।
১০৯. সুভাষচন্দ্র বসু আই.এ. তে কত নম্বর পান?
উ) ১০০০ এর মধ্যে ৬৩৭।(প্রথম শ্রেণী)

১১০. প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হলেও আই.এ. পরীক্ষার ফল কেন আশানুরূপ হয়নি?
উ) কলেজ থেকে বহিষ্কার ও তার পর ঝড় এর মত জীবনযাত্রা।
১১১. দর্শন শাস্ত্রে অনার্স পরীক্ষায় সুভাষচন্দ্র বসু কত নম্বর স্থান পান?
উ) প্রথম স্থান।
১১১. বি. এ পরীক্ষায় সুভাষচন্দ্র বসু কত নম্বর পান?
উ) ১৩০০ নম্ব্ররে ৮০০।
১১২. দর্শন অনার্স এ সুভাষচন্দ্র বসু কত নম্বর পান?
উ) ৬০০ নম্বরের মধ্যে ৩৬৪।
১১৩.সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে এম.এ. তে ভর্তি হতে চেয়েছিলেন?
উ) পরীক্ষামূলক দর্শন শাস্ত্রে।
১১৪. দর্শনশাস্ত্র এ স্নাতক পরীক্ষায় সুভাষচন্দ্র বসু কি কি পুরস্কার পান?
উ) ন্যাচারাল থিওলজিতে পান প্রতাপচন্দ্র মজুমদার স্মৃতি পদক, ন্যাচারাল থিওলজি ও এথিকসে পান ফিলিপস স্যামুয়েল স্মিথ পুরস্কার, দর্শন শাস্ত্রে প্রথম হওয়ায় পান উইলিয়াম স্মিথ পুরস্কার।
১১৫.  ১৯২৮ সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর পরিচালনায় স্বেচ্ছাসেবক বাহিনী যে সামরিক সম্ভাষণ জানায়, তাঁকে গান্ধিজি কি বলে ব্যঙ্গ করেন?
উ) বেট্রাম মিলস সার্কাস।
১১৬. After all Subhash is not an enemy of his country- উক্তিটি গান্ধি কখন করেছিলেন?
উ) ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর পুনর্নির্বাচন ও সীতারামাইয়ার পরাজয়কে মেনে নিতে না পেরে গান্ধি এই উক্তি করেন।
১১৭. ‘বসুর পুনর্নির্বাচন দেশের পক্ষে ক্ষতিকারক ‘ – কে বলেছিলেন?
উ) বল্লভভাই প্যাটেল।
১১৮. সুভাষচন্দ্র বসু কবে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন?
উ) ১৯৩৯ সালের ৮ এপ্রিল।
১১৯. বোস-প্যাটেল ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়?
উ) ১৯৩৩ সালের মে মাসে।
১২০. বোস-প্প্যাটেল ম্যানিফেস্টো কারা রচনা করেন?
উ) সুভাষচন্দ্র বসু ও বিঠলভাই প্যাটেল।
১২১. বোস-প্যাটেল ম্যানিফেস্টোতে কোন ঘটনার সমালোচনা করা হয়?
উ) আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের ঘটনা।
১২২. ‘ রাজনৈতিক নেতা হিসাবে গান্ধি ব্যর্থ হয়েছেন’- কার উক্তি?
উ) বোস-প্যাটেল ম্যানিফেস্টো।
১২৩. বিঠলভাই প্যাটেল কবে মারা যান ও কোথায়?
উ) ১৯৩৩ সালের ২২ অক্টোবর।
১২৪.বিঠলভাই প্যাটেল দেশের কল্যানে ও বিদেশে স্বাধীনতা আন্দোলন প্রচারের জন্য কাকে ১ লক্ষ টাকা উইল করে যান?
উ) সুভাষচন্দ্র বসুকে।
১২৫. সুভাষ বসু কি এই উইলের সম্পদ ব্যবহার করতে পেরেছিলেন?
উ) না। কারণ বল্লভভাই প্যাটেল এই আইনের বিরুদ্ধে কেস করেন এবং সুভাষ বসু এই সম্পত্তি থেকে বঞ্চিত হন।
১২৬. সুভাষচন্দ্র বসু কোন মোটরগাড়ি করে এলগিন রোডের বাড়ি থেকে মহাভিনিষ্ক্রমণ করেন?
উ) ওয়ান্ডারার।
১২৭. ওয়ান্ডারার গাড়িটির নাম্বার কি ছিল?
উ) বি এল এ ৭১৬৮।
১২৮. সুভাষচন্দ্র বসুর মহাভিনিষ্ক্রমণের কত দিন পর তা সংবাদপত্রে প্রকাশিত হয়?
উ) ১১ দিন পর।
১২৯. সুভাষচন্দ্র বসু মহাভিনিষ্ক্রমণের সময় গোমো থেকে কোন ট্রেন ধরেছিলেন?
উ) ফ্রন্টিয়ার মেল।
১৩০. কলকাতায় ৩৮/২ এলগিন রোডের বাড়ির বর্তমান নাম কি?
উ) নেতাজী ভবন।
১৩১. সুভাষচন্দ্র বসু কার সাথে গুরুর সন্ধানে গৃহত্যাগ করে তীর্থে বেড়িয়েছিলেন?
উ) বন্ধু হেমন্ত সরকার।
১৩২. ১৯২৪ সালের অক্টোবর এ সুভাষচন্দ্র বসু কে কোন আইনে গ্রেপ্তার করা হয়?
উ) রেগুলেশন ৩ নং ১৮১৮ ধারা।
১৩৩. কবে সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশন এর চিফ একসজিকিউটিভ অফিসার নিযুক্ত হন?
উ) ১৯২৪ সালের ২৪ এপ্রিল।
১৩৪.সুভাষচন্দ্র বসু কে কবে মান্দালয় জেলে স্থানান্তরিত করা হয়?
উ) ১৯২৫ সালের ২৫ জানুয়ারি।
১৩৫. মান্দালয় জেলে সুভাষচন্দ্র বসু কোন রোগে আক্রান্ত হন?
উ) অজীর্ণ রোগ ও ফ্লু। 
১৩৬. সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাশ কখন মারা যান?
উ) ১৯২৫ সালের ১৬ জুন।
১৩৭. সুভাষচন্দ্র বসু ১৯২৫ সালের ১২ আগস্ট মান্দালয় জেল থেকে কাকে চিঠি লেখেন?
উ) কথাসাহিত্যিক শরংচন্দ্র চট্টোপাধ্যায়কে।
১৩৮. ১৯২৯ সালের ১৬ সেপ্টেম্বর এ কলকাতায় যতীন দাশের মৃতদেহ নিয়ে যে অন্ত্যেষ্টি মিছিল হয় তাতে কে নেতৃত্ব দেন?
উ) সুভাষচন্দ্র বসু ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
১৩৯. সুভাষচন্দ্র বসু কখন প্রথম জয়হিন্দ উচ্চারণ করেন?
উ) ২৯৪১ সালের ২ রা নভেম্বর।
১৪০.রাসবিহারী বসু কবে জাপানের নাগরিকত্ব লাভ করেন?
উ) ১৯২৩ সালের ২ জুলাই।
১৪১. ব্রিটেনের কোন নেতা ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করবেন বলেছিলেন, কিন্তু সুভাষচন্দ্র বসু তা প্রত্যাখ্যান করেন?
উ) ব্রিটেনের শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি।
১৪২. সুভাষচন্দ্র বসু কেনো ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ শ্রমিক দলের সাহায্য করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন?
উ) সুভাষচন্দ্র বসু বলেছিলেন, না। আমরা ইংরেজের সাহায্য নিতে  চাই না।নিজেদের শক্তিতে দেশকে স্বাধীন করবো।
১৪৩. ঝাঁসি রাণী বাহিনীর কয়েকজন বাঙালী সৈনিকের নাম লেখ?
উ) প্রতিমা সেন, মমতা মেহতা, অরুণা গঙ্গোপাধ্যায়, অঞ্জলি ঘোষ, করুণা মুখোপাধ্যায়, মায়া বন্দোপাধ্যায় প্রমুখ।
১৪৪. সুভাষচন্দ্র বসু ন্যাৎসী সরকারের কাছে যে পরিকল্পনা পেশ করেন তাঁর নাম কি?
উ) প্ল্যান ফর কোঅপারেশন বিটুইন দি একসিস্ পাওয়ারস  অ্যান্ড ইন্ডিয়া।
১৪৫. প্ল্যান ফর কোঅপারেশন বিটুইন দি একসিস্ পাওয়ারস অ্যান্ড ইন্ডিয়া কখন পেশ করা হয়?
উ) ১৯৪১ সালের ৯ এপ্রিল।
১৪৬. জার্মানির অপারেশন বারবারোসা মারাত্মক ভুল হবে একথা জার্মান সরকারকে কে জানিয়েছিলেন?
উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।
১৪৭. অপারেশন বারবারোসা কি?
উ) জার্মানির রাশিয়া আক্রমণের পরিকল্পনা।
১৪৮. কোথায় আজাদ হিন্দ কেন্দ্র স্থাপিত হয়?
উ) জার্মানিতে।
১৪৯. আজাদ হিন্দ কেন্দ্র কখন স্থাপিত হয়?
উ) ১৯৪১ সালের ২ রা নভেম্বর।
১৫০. আজাদ হিন্দ কেন্দ্র কোন গানটিকে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ঘোষণা করেন?
উ) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ জন-গণ- মন'।
১৫১. নেতাজী কোন ক্যাম্পে যুদ্ধবন্দীদের নিয়ে ‘ইন্ডিয়ান লিজিয়ন' নামে সেনাবাহিনী গঠন করেন?
উ) জার্মানির আনাবুর্গ ক্যাম্প।
১৫২. সুভাষচন্দ্র বসুর লেখা Indian Struggle কোন দেশ থেকে প্রকাশিত হয়?
উ) ইংল্যান্ড।
১৫৩. ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি সুভাষচন্দ্র বসু আয়ারল্যান্ডের কোন প্রেসিডেন্টের সাথে দেখা করেন?
উ) ইমন্ ডি. ভ্যারেলা।
১৫৪.কংগ্রেসের কোন অধিবেশনের ছবি আমেরিকার টাইম ম্যাগাজিনে ছাপা হয়?
উ) ১৯৩৮ সালের হরিপুরা কংগ্রেসের অধিবেশন।
১৫৫. হরিপুরা অধিবেশনে সভাপতি সুভাষচন্দ্র বসুর গাড়ি কটি বলদ দিয়ে টানানো হয়?
উ) ৫১ টি।
১৫৬. কে ঘোষনা করেন সুভাষ বসুর কংগ্রেস সভাপতি হিসাবে পুনর্নিবাচন দেশের পক্ষে ক্ষতিকারক হবে?
উ) বল্লভভাই প্যাটেল।
১৫৭.  কাকে Springing Tiger বলা হয়েছে?
উ) সুভাষচন্দ্র বসুকে।
১৫৮. ‘The Springing Tiger: A study of Subhash Chandra Nose ‘ বইটি কার লেখা?
উ) হিউ টয়ের লেখা।
১৫৯. শাহনওয়াজ খান আজাদ হিন্দ বাহিনীর কোন পদে ছিলেন?
উ) মেজর জেনারেল।
১৬০. পি কে সায়গল আজাদ হিন্দ বাহিনীর কোন পদে ছিলেন?
উ) লেফটেনান্ট কর্নেল।
১৬১. জি এস ধীলন আজাদ হিন্দ ফৌজের কোন পদে ছিলেন?
উ) লেফটেনান্ট কর্নেল।
১৬২. কখন আই এন এ সপ্তাহ পালন করা হয়?
উ) ১৯৪৫ সালের ৫-১১ নভেম্বর।

১৬৩.আই এন এ দিবস ও রশিদ আলি দিবস কখন পালন করা হয়?
উ) ১৯৪৫ সালের ১২ ফেব্রুয়ারী।
১৬৪.রশিদ আলি কে ছিলেন?
উ) আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন।
১৬৫. রশিদ আলি কে ইংরেজ সরকার কি শাস্তি দেয়?
উ) সাত বছর সশ্রম কারাদন্ড।
১৬৬. “ In the INA there was no ‘ communal ‘ feeling of any sort inspite of the fact that every man had full liberty to practice his religion in any way he liked “- উক্তিটি কার?
উ) মেজর জেনারেল শাহনওয়াজ খানের।
১৬৭. ‘ The most powerful mythology having to do with the Boses ( Sarat and Subhash Chandra Bose) dealt with the life and life- after-life of Subhash Bose'- উক্তিটি কার?
উ) লিওনার্ড গর্ডনের ।
১৬৮. কে এবং কখন গান্ধি ও অরবিন্দের দর্শনকে ‘নিষ্ক্রিয় দর্শন' আখ্যা দিয়ে যুব সমাজকে তা অনুসরণ করতে মানা করেন?
উ) সুভাষচন্দ্র বসু ১৯২৮ সালের ২৫ ডিসেম্বর নিখিল ভারত যুব কংগ্রেস এর তৃতীয় অধিবেশনে।
১৬৯. কোন চুক্তিকে সুভাষচন্দ্র বসু মাত্রাতিরিক্ত অসন্তোষজনক ও চরম হতাশাব্যঞ্জক বলে বর্ণনা করেন?
উ) ১৯৩১ সালের গান্ধি – আরউইন চুক্তিকে।
১৭০.বামপন্থী সংহতি কমিটি গঠনের প্রস্তাব কখন গৃহীত হয়?
উ) ১৯৩৯ সালের ২২ও২৩ জুন নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক অধিবেশনে।
১৭১. বামপন্থী সংহতি কমিটি কত তারিখ সর্বভারতীয় প্রতিবাদ ও বিক্ষোভ দিবস পালনের সিদ্ধান্ত নেয়?
উ) ৯ জুলাই।
১৭২. কোন কোন দল শেষ মুহুর্তে বামপন্থী সংহতি কমিটি থেকে সরে দাঁড়ায়?
উ) মানবেন্দ্র রায় পন্থীরা, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্ট পার্টি।
১৭৩.সুভাষচন্দ্র বসু কোথায় আপোষ বিরোধী সংগ্রামের ডাক দেন?
উ) ১৯৪০ সালে বিহারের রামগড়ে।
১৭৪. সুভাষ বসুর সাথে গান্ধি ও নেহরু পন্থীদের সংঘাতের কারণ কি ছিল?
উ) সুভাষ বসু চেয়েছিলেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সুযোগ নিয়ে আপোষহীন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা। আর গন্ধীবাদীরা চেয়েছিলেন যুদ্ধে ব্রিটিশদের সাহায্যের প্রতিশ্রুতির বিনিময়ে ব্রিটিশদের কাছে স্বাধীনতা ভিক্ষা করা।
১৭৫.কাবুল থিসিসের রচয়িতা কে?
উ) সুভাষ চন্দ্র বসু।
১৭৬. কাবুল থিসিস কখন রচিত হয়?
উ) সুভাষ চন্দ্র বসুর কাবুলে আত্মমগোপন কালে ১৯৪১ সালের জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে।
১৭৭. কাবুল থিসিস কি?
উ) কাবুলে অবস্থান কালে সুভাষ চন্দ্র বসু ভবিষ্যৎ পরিকল্পনা ও ফরওয়ার্ড ব্লকের উদ্দেশ্যে যে আটদফা কর্মসূচি সম্বলিত দলিল রচনা করেন, তাই কাবুল থিসিস নামে পরিচিত।
১৭৮ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন?
উ) রাসবিহারী বসু।
১৭৯. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কত সালে গঠিত হয়?
উ) ১৯৪২ সালের ১৫ জুন।
১৮০. আনুষ্ঠানিক ভাবে আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়?
উ) ১৯৪২ সালের ১ লা সেপ্টেম্বর।
১৮১. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়?
উ) সিঙ্গাপুরে।
১৮২.কে নেতাজীর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্ব অর্পণ করেন?
উ) রাসবিহারী বসু।

১৮৩. নেতাজী কবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্বভার গ্রহণ করেন?
উ) ১৯৪৩ সালের ৪ জুলাই।
১৮৪. নেতাজী কবে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন?
উ) ১৯৪৩ সালের ২৫ আগস্ট।
১৮৫. কোন কোন সরকার আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল?
উ) জাপান, জার্মানি, থাইল্যান্ড, ইতালি, বার্মা, কুয়োমিন তাং চিন, ফিলিপিন্স ও মাঞ্চুরিয়া।
১৮৬.আজাদ হিন্দ সরকারকে বার্মর কোন প্রধানমন্ত্রী সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
উ) বা-মোঁ।
১৮৭. আজাদ হিন্দ বাহিনীর সেনাপ্রধানদের বিচার কোথায় হয়েছিল?
উ) লালকেল্লায়।
১৮৮. নেতাজীর হাতে আন্দামন ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন দেশ হস্তান্তরিত করেছিল?
উ) জাপান।
১৮৯. নেতাজীর হাতে জাপান কখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেয়?
উ) ১৯৪৩ সালের ৬ নভেম্বর। 
১৯০.নেতাজী কখন আন্দামান ও নিকোবর দ্বিপপুঞ্জের নতুন নামকরণ করেন?
উ)১৯৪৩ সালের ৩১ ডিসেম্বর।
১৯১. নেতাজী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম রাখেন?
উ) শহীদ ও স্বরাজ দ্বীপ।
১৯২. নেতাজী ব্রিটিশদের বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করেন?
উ) ১৯৪৩ সালের ২৩ অক্টোবর।
১৯৩.আজাদ হিন্দ বাহিনী কখন কোহিমা দখল করেন?
উ) ১৯৪৪ সালের ৬ এপ্রিল।
১৯৪. আজাদ হিন্দ বাহিনী ভারতীয় সীমানার কতদূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছিল?
উ) ১৫০ কিমি।
১৯৫. ভগৎরাম তলোওয়ার কোন পার্টির সদস্য ছিলেন?
উ) কিষান পার্টির।
১৯৬. ভগৎরাম তলোওয়ারকে ইংরেজরা কি উপাধি দিয়েছিল?
উ) সিলভার
১৯৭.নেতাজীর মৃত্যু নিয়ে অনুসন্ধানের জন্য কয়টি কমিটি গঠিত হয়?
উ) ৩ টি।
১৯৮. নেতাজীর মৃত্যু রহস্য নিয়ে গঠিত প্রথম কমিটির নাম কি?
উ) শাহনওয়াজ কমিটি।
১৯৯. শাহনওয়াজ কমিটি কত সালে গঠিত হয়?
উ) ১৯৫৫ সালে।
২০০. নেতাজীর মৃত্যু রহস্যের অনুসন্ধান করার জন্য গঠিত দ্বিতীয় কমিটির নাম কি?
উ) খোসলা কমিটি।
২০১. খোসলা কমিটি কত সালে গঠিত হয়?
উ) ১৯৭০ সালে।
202. নেতাজীর মৃত্যু রহস্য অনুসন্ধানের জন্য গঠিত তৃতীয় কমিটির নাম লেখ?
উ) মুখার্জি কমিশন।
২০৩.মুখার্জি কমিশন কত সালে গঠিত হয়?
উ) ১৯৯৯ সালে।
২০৪.মখার্জি কমিশনের প্রধানের নাম কি?
উ) মনোজ কুমার মুখোপাধ্যায়।
২০৫. কবে নেতাজীর মৃত্যু হয়েছে বলে রটনা করা হয়?
উ) ১৯৪৫ সালের ১৮ আগস্ট।
২০৬. কিভাবে নেতাজীর মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়?
উ) তাইহোকু বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ  হয়ে।
২০৭. মৃত্যুর সময় নেতাজীর কোন সহকর্মী তাঁর সাথে ছিল বলা হয়?
উ) হাবিবুর রহমান।
২০৮. কোন দুটি কমিশন তাইওয়ান সরকারের সাথে কথা না বলেই নেতাজীর মৃত্যু বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু  হয়েছিল বলে স্বীকার করে নেয়?
উ) শাহনওয়াজ কমিশন ও খোসলা কমিশন।
২০৯. তাইওয়ান সরকারের মত কি?
উ) ১৯৪৫ সালের আগস্ট মাসে কোন বিমান দুর্ঘটনা হয়নি।
২১০. ফৈজাবাদের কোন সাধুকে নেতাজী বলে অনুমান কর হয়?
উ) গুমনামি বাবা।
২১১. শাহনওয়াজ কমিটির রিপোর্ট মানতে সেই কমিটির কোন সদস্য অস্বীকার করেছিল?
উ) নেতাজীর দাদা সুরেশচন্দ্র বসু।
২১২. মুখার্জি কমিশন কত সালে রিপোর্ট পেশ করেন?
উ) ২০০৫ সালে।
২১৩. মুখার্জি কমিশনের রিপোর্ট কোন সরকার খারিজ করেন?
উ) কংগ্রেসের নেতৃত্বাধীন ইউ পি এ সরকার।
২১৪. নেতাজীর মৃত্যু রহস্য নিয়ে লেখা India's Biggest Coverup' কার লেখা?
উ) অনুজ ধর।
২১৫. নেতাজীর পরিবারের উপর ১৯৪৮ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কোন সরকার নজরদারি চালাত?
উ) কংগ্রেস  সরকার।
২১৬. নেতাজীর পরিবারের উপর নজরদারি চালানোর সময় কে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন?
উ) জওহরলাল নেহরু( ১৯৪৮-১৯৬৪), এরপর গুলজারিলাল নন্দ, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধি।

২১৭. নেতাজীর পরিবারের উপর ভারত সরকারের নজরদারির সময় বাংলার মুখ্যমন্ত্রী কারা ছিলেন?
উ) প্রফুল্ল চন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অজয় কুমার মুখার্জি প্রমুখ।
২১৮. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন নেতাজীর জন্যই আমরা ভারত ছাড়তে বাধ্য হয়েছি?
উ) ক্লিমেন্ট এটলি।
২১৯. প্রথম কোন সরকার ঘোষনা করেন নেতাজী তাইহোকু বিমান দুর্ঘটনায় মারা যান?
উ) জাপান সরকার।
২২০. বিমান দুর্ঘটনার কত দিন পর জাপান সরকার নেতাজীর মৃত্যু ঘোষণা করেন?
উ) ৫ দিন পরে।
২২১. ১৯৪৫ সালের ১৭ আগস্ট নেতাজী কোথায় ছিলেন?
উ) সাইগনে।
২২২. রেনকোজির মন্দিরে কার শবাধার আছে বলে প্রচার করা হয়?
উ) নেতাজী।
২২৩. কে প্রথম বলেছিলেন নেতাজী কে আমি সাইগনে দেখেছি?
উ) মার্কিন সাংবাদিক আলফ্রেড ওয়াক।
২২৪. জার্মান থেকে জাপানে আসার সময় সাবমেরিনে সুভাষচন্দ্র বসুর সঙ্গী কোন ভারতীয় ছিলেন?
উ) আবিদ হাসান।
২২৫. অমিয় বসু নেতাজীর কে ছিলেন?
উ) ভ্রাতুষ্পুত্র।
২২৬. নেতাজীর স্ত্রী বলে কে পরিচিত?
উ) এমিলি শেঙ্কেল।
২২৭. নেতাজীর কন্যা বলে কে পরিচিত?
উ) অনিতা বসু পাফ।
২২৮. খোসলা কমিশনের প্রধান কে ছিলেন?
উ) জি ডি খোসলা।
২২৯. খোসলা কমিশনে কতজন সদস্য ছিলেন?
উ) ১ জন।
২৩০. শাহনওয়াজ কমিশনের প্রধান কে ছিলেন?
উ) আই এন এ – র মেজর জেনারেল শাহনওয়াজ খান।
২৩১. শাহনওয়াজ কমিশনে কতজন সদস্য ছিলেন?
উ) ৩ জন।
২৩২. শাহনওয়াজ কমিশনের তিন জন সদস্যের নাম লেখ?
উ) মেজর জেনারেল শাহনওয়াজ খান, সুরেশচন্দ্র বসু ও এস. এন. মৈত্র।
২৩৩. কার হস্তক্ষেপে সুভাষ চন্দ্র বসু স্কটিশ চার্চ কলেজে ভর্তির সুযোগ পান?
উ) আশুতোষ মুখোপাধ্যায়।
২৩৪.  সুভাষ চন্দ্র বাসুকে কোন কারনে ৪৯ বেঙ্গল রেজিমেন্টে যোগ দিতে দেওয়া হয়নি?
উ) চোখ খারাপ ছিল।
২৩৫. স্কটিশ চার্চ কলেজে যোগ দেওয়ার পর তিনি আর কোথায় ভর্তি হয়েছিলেন?
উ) ভারতীয় ডিফেন্স ফোর্স( আঞ্চলিক বাহিনী) -র বিশ্ববিদ্যালয় ইউনিটে এবং ফোর্ট উইলিয়াম কলেজের কাছে শিক্ষণ শিবিরে।
২৩৬.সুভাষচন্দ্র বসু দর্শন নিয়ে কোন শ্রেনীতে বি এ পাশ করেন?
উ) প্রথম শ্রেণীতে।
২৩৭. সুভাষচন্দ্র বসু কোন বিষয়ে এম এ তে ভর্তি হন?
উ) পরীক্ষামূলক মনোবিঞ্জান।
২৩৮. সুভাষ বসু কি কারনে এম এ পড়া সম্পূর্ণ করতে পারেননি?
উ) তিনি আই সি এস পরীক্ষার জন্য মাঝ পথেই বিলেত যান।
২৩৯. সুভাষচন্দ্র বসু কত সালে সন্ন্যাসী হওয়ার জন্য গৃহত্যাগ করেন?
উ) ১৯১৪ সালে।

২৪০. সুভাষচন্দ্র বসু কত বছর বয়সে সন্ন্যাসী হওয়ার জন্য গৃহত্যাগ করেছিলেন?
উ) ১৭ বছর বয়সে।
২৪১. ইংল্যান্ড থেকে আই সি এস ত্যাগ করে ভারতে এসে সুভাষচন্দ্র কার সাথে প্রথম দেখা করেন?
উ) গান্ধি -র সাথে।
২৪২. গান্ধির সাথে সাক্ষাৎ এ সুভাষ বসু কি সন্তুষ্ট হয়েছিলেন?
উ) না। কারণ স্বাধীনতা কিভাবে আসবে সে সম্পর্কে গান্ধির থেকে কোন সন্তোষজনক উত্তর সুভাষচন্দ্র বসু পাননি।
২৪৩. সুভাষচন্দ্র বসু প্রথম গ্রেপ্তার হয়ে কবে জেলে যান?
উ) ১৯২১ সালের ১০ ডিসেম্বর।
২৪৪. সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?
উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
২৪৫. ১৯২১- ১৯৪১ সালের মধ্যে ইংরেজরা কতবার সুভাষচন্দ্র বসুকে বন্দী করেন?
উ) মোট ১১ বার।
২৪৬.কলকাতা কর্পোরেশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার থাকার সময় সুভাষচন্দ্র বসুর বেতন কত ছিল এবং তিনি কত বেত্ন নিতেন?
উ) বেতন ছিল ৩০০০ তাকা এবং তিনি বেতন নিতেন ১৫০০ টাকা।
২৪৭.’হোয়েন বোস ওয়াজ জিয়াউদ্দিন বইটি কার লেখা?
উ) উত্তমকুমার মালহোত্রা।
২৪৮.কাবুলে সুভাষচন্দ্র বসু কার গৃহে আত্মগোপন করেছিলেন?
উ) উত্তমকুমার মালহোত্রা।
২৪৯.আজাদ হিন্দ বেতার ট্রান্সমিশন কখন শুরু হয়?
উ) ১৯৪১ সালের অক্টোবর।
২৫০.আজাদ হিন্দ রেডিও কয়টি ভাষায় স্বাধীনতার প্রচার করত?
উ) ৭ টি ভাষায়।

২৫১. আজাদ হিন্দ রেডিও যে ভাষাগুলিতে স্বাধীনতার প্রচার চালাত সেগুলি কি কি?
উ) ইংরাজি, হিন্দুস্থানি, বাংলা, ফার্সি, তামিল, তেলেগু ও পুস্ত ভাষায়।
২৫২.ত্রিপুরীতে কংগ্রেস এর পূর্ন অধিবেশনে সুভাষচন্দ্র বসু ৬ মাসের মধ্যে ইংরেজদের স্বাধীনতা মঞ্জুরের জন্য চরমপত্রের প্রস্তাব দেন। কিন্তু কাদের বিরোধীতায় তা বাতিল হয়ে যায়?
উ) গান্ধিপন্থী নেহরু ও দক্ষিনপন্থিদের বিরোধিতায়।
২৫৩. ত্রিপুরি কংগ্রেসের সময় সুভাষ চন্দ্র বসুর শারীরিক অবস্থা কেমন ছিল?
উ) অসুস্থ ছিলেন।
২৫৪.ত্রিপুরি অধিবেশনে গান্ধির অনুগামীরা কি প্রস্তাব পেশ করেন?
উ) সুভাষচন্দ্র বসু যেন গান্ধির পরামর্শ নিয়ে কার্যনির্বাহক সমিতির সদস্য ঠিক করেন।
২৫৫. গান্ধি কি সুভাষচন্দ্র বসুকে উপরিউক্ত ব্যাপারে সাহায্য করেছিলেন?
উ) না।
২৫৬. কি কারনে ১৯৪০ সালে সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়?
উ) সুভাষচন্দ্র বসু এই সময় ফরওয়ার্ড ব্লককে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তীব্র করে তুলেছিলেন।
২৫৭. কি কারণে ব্রিটিশরা সুভাষচন্দ্র বসুকে জেল থেকে মুক্তি দিয়ে নিজগৃহে অন্তরীণ করে রাখেন?
উ) ১৯৪০ সালের নভেম্বরে সুভাষচন্দ্র বসু কারাগারে অনশন ধর্মঘট শুরু করায় তাঁর স্বস্থ্যের দ্রুত অবনতি হতে থাকে। এই অবস্থায় মৃত্যু হলে ব্রিটিশ সরকার বিপদে পড়বে অনুধাবন করে সুভাষচন্দ্র বসুকে জেল থেকে মুক্তি দিয়ে নিজগৃহে নজরবন্দি করে রাখা হয়।
২৫৮. ফ্রি ইন্ডিয়া সেন্টারের সঙ্গে যুক্ত কয়েকজন দেশপ্রেমিকের নাম কর।
উ) এ.সি. নাম্বিয়ার, ড.গিরিজা মুখার্জি এবং ড.এম.আর.ব্যাস।
২৫৯. আজাদ হিন্দ ফৌজ এর প্রথম জিওসি বা জেনারেল অফিসার কম্যান্ডিং কে ছিলেন?
উ) মোহন সিং।
২৬০. আজাদ হিন্দ ফৌজের কতজন সৈন্য স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারান?
উ) আনুমানিক ২৬০০০ জন।
২৬১. ঝাঁসি রাণী বাহিনীর সৈনিকদের কি নামে ডাকা হত?
উ) রাণী।
২৬২. স্বাধীনতার পর আজাদ হিন্দ ফৌজের সেনারা কি ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিতে পেরেছিলেন?
উ) না।
২৬৩. নেতাজী কবে প্রথম স্বাধীন ভারতের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন?
) ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর।
২৬৪. নেতাজী স্বাধীন ভারতের কোন অঞ্চলে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন?
উ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান রাজধানী পোর্টব্লেয়ারের  জিমখানা মাঠে।
২৬৫. সুভাষ বসুর লেখা Indian Pilgrim কোন সময়কালকে নিয়ে লেখা?
উ) ১৮৯৭-১৯২১ সাল।
২৬৬. সুভাষচন্দ্র বসু কত বছর আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপতি ছিলেন?
উ) ২ বছর (১৯৪৩-১৯৪৫)।
২৬৭. আজাদ হিন্দ সরকারের মুদ্রার নাম কি ছিল?
উ) রুপি।
২৬৮. আজাদ হিন্দ সরকারের পতাকার রং কি ছিল?উ) উপরে কমলা, মাঝে সাদা এবং নীচে সবুজ।
২৬৯. আজাদ হিন্দ সরকারের পতাকার মাঝে কিসের ছবি ছিল?
উ) বাঘ।
২৭০. আজাদ হিন্দ ফৌজ ভারতের কোন কোন অঞ্চলে প্রবেশ করেছিল?
উ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,  মণিপুর ও নাগাল্যান্ড।
২৭১. ভাররতীয় পার্লামেন্টে প্রথম কবে নেতাজীর ছবি উন্মোচিত হয়?
উ) ১৯৭৮ সালে।
২৭২। ভারতীয় পার্লামেন্টে যখন প্রথম নেতাজীর ছবি উন্মোচিত হয় তখন কেন্দ্রে কোন সরকার ছিল?
উ) মোরারজী দেশাই-এর প্রধানমন্ত্রিত্বে জনতা দল সরকার।
২৭৩. কে জাপান সরকারের পক্ষ থেকে দিতে চাওয়া অর্ডার অফ ফার্স্ট মেরিট অফ দি রাইজিং সান সম্মান প্রত্যাখ্যান করেছিলেন?
উ) নেতাজী।
২৭৪. নেতাজী কেন উপরিউক্ত সম্মান প্রত্যাখ্যান করেছিলেন?
উ) নেতাজী বলেছিলেন যখন ভারত স্বাধীন হবে,  তখন এ সম্মান পেলে খুশি হব।
২৭৫. আজাদ হিন্দ ফৌজের গান্ধি ব্রিগেডকে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উ) কর্নেল আই.  কিয়ানী।
২৭৬. নেতাজী জার্মানি থেকে জাপানে ডুবজাহাজে করে আসতে কয়টি ডুবজাহাজে চেপেছিলেন?
উ) ২ টি।
২৭৭. জার্মানির কোন বন্দর থেকে তিনি ডুবোজাহাজে উঠেছিলেন?
উ) কিয়েল বন্দর।( ৮ ফেব্রুয়ারী ১৯৪৩)
২৭৮. জার্মান ডুবোজাহাজটির নম্বর কি ছিল?
উ) ইউ ১৮০।
২৭৯. জাহাজে কর্মীর সংখ্যা কত ছিল?
উ) ৬১ জন।
২৮০. জাহাজের চিফ এঞ্জিনিয়ার কে ছিলেন?
উ) মি রুডলফ ওপেন্ট।
২৮১. টর্পেডো বিভাগের প্রধান কে ছিলেন?
উ) মি. কাহনের্ট উইলি।
২৮২. নেতাজী জার্মান ডুবোজাহাজে কতটা এসেছিলেন?
উ) মাদাগাস্কার পর্যন্ত।
২৮৩. মাদাগাস্কার থেকে নেতাজী জাপানের ডুবোজাহাজে কতদূর যান?
উ) সুমাত্রা দ্বীপের সাবাং।

২৮৪. নেতাজী সাবাং এ কবে পৌঁছন?
উ) ৮ মে, ১৯৪৩।
২৮৫. সাবাং থেকে নেতাজী কবে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছন?
ঊ) ১৩ জুন, ১৯৪৩।
২৮৬. জার্মানি থেকে নেতাজীর জাপান পৌঁছতে কত দিন সময় লাগে?
উ) ১২১ দিন।
২৮৭.  নেতাজীকে রেঙ্গুনে চেট্টিয়ার সম্প্রদায়ের মন্দিরে যেতে এক ব্যবসায়ী অনুরোধ করলে নেতাজী কি উত্তর দিয়েছিলেন?
উ) নেতাজী বলেছিলেন আপনি কাকে নিয়ে যেতে চান – হিন্দু সুভাষচন্দ্রকে,? না, ভারতীয় নেতাজীকে?  যদি নেতাজীকে চান তবে জানবেন, নেতাজী তাঁর দলবল নিয়ে  যাবে।  যার মধ্যে হিন্দু,মুসলমান, খ্রিষ্টান, শিখ, পার্সি, বৌদ্ধ সকলেই যাবেন। একা কখনই যাবেননা।
২৮৮. চেট্টিয়ার মন্দিরে নেতাজী কি ভাষন দিয়েছিলেন?
উ) আমরা সবাই এক মায়ের সন্তান।  আমরা সবাই ভাই, আমাদের সেই মা আজ শঙ্খলিত।  দুশো বছর ধরে বেনিয়ার জাত আমাদের মাকে বন্দী করে রেখেছে।  আমরা সকলে মিলে প্রতিঞ্জা করেছি মাকে শৃঙ্খল মুক্ত করব তুমি হিন্দু, আমি মুসলমান বা অন্য সম্প্রদায়ের – তাতে কি হয়েছে?  কেউ কারুর ধর্মে আমরা হাত দেবনা। ধর্ম আমাদের মাতৃমুক্তির মন্ত্রে কোনও অন্তরায় হবেনা। এই মরণপণ যুদ্ধে আমাদের পুকার হবে একটাই : জয় হিন্দ।
২৮৯.নেতাজী মাদাগাস্কার থেকে যে ডুবোজাহাজে উঠেছিলেন তার নম্বর কি?
উ) আই-২৯।
২৮৯.ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আই এন এ) কে গঠন করেন?
উ) ক্যাপ্টেন মোহন সিং।
২৯০. আই এন এ কার সামরিক শাখা ছিল?
উ) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের।
২৯১. কে প্রথমে জাপানী দের সাথে মতান্তর হওয়ায় আই এন এ ভেঙে দিয়েছিলেন?
উ) মোহন সিং।

২৯২. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন?
উ) রাসবিহারী বসু।

২৯৩. জাপানী ডুবোজাহাজে ওঠার সময় নেতাজী কি নাম নিয়েছিলেন?
উ) মি। মাৎসুদা।
২৯৪. জাপান সরকার নেতাজীর সাথে কথা বলতে কাকে দায়িত্ব দিয়েছিল?
উ) ইয়ামামাতোকে।
২৯৫. ডুবোজাহাজে নেতাজীকে কতটা পথ পেরোতে হয়েছিল?
উ) প্রায় সাড়ে ২৫ হাজার কিলোমিটার।
২৯৬. নেতাজী কখন প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিদেকী তোজোর সঙ্গে দেখা করেন?
উ) ১৯৪৩ সালের ১০ জুন ইম্পিরিয়াল হেড কোয়াটার্সে।
২৯৭. তোজোর কাছে নেতাজী কি দাবী করেছিলেন?
উ) ভারতীয় ও জাপানি সেনা সমান মর্যাদা পাবে। কেউ কারোর অধীনে থাকবেনা। এই দাবী তোজো মেনে নিয়েছিলেন।
২৯৮. আজাদ হিন্দ সরকারের আত্মঘাতী বাহিনীর কি নাম দেওয়া হয়?
উ) বাহাদুর শাহ আত্মঘাতী বাহিনী।

২৯৯.আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীত কে রচনা করেন?
উ) হুসেন নামে এক জনৈক মুসলমান।
৩০০. আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীতটি কি?
উ) “সুভা সুখা চয়নকি বরখা বর্ষে”।
৩০১. নেতাজী জাতীয় সঙ্গীত রচনার জন্য হুসেনকে কি পুরস্কার দেন?
উ) ১০ হাজার ডলার।
৩০২. আজাদ হিন্দ সরকারের সামরিক বিভাগে কৃতিত্ব দেখানোর জন্য কি কি পদক দেওয়া হত?
উ) শহীদ- এ- ভারত, শের- এ- হিন্দ, সরদার- এ- জঙ্গ, বীর- এ- হিন্দ,তংঘা-এ- বাহাদুরী, ও তংঘা- এ- শত্রুনাশ।
৩০৩. আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি স্বরুপ অভিনন্দন বার্তা প্রথম কে পাঠিয়েছিল?
উ) জার্মানি।
৩০৪. তাইওয়ানের কোন কাগজে নেতাজীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর ২৫ আগস্ট ১৯৪৫ এ ছাপা হয়?
উ) তাইওয়ান সিন পাও।
৩০৫. নেতাজীর সাথে জাপানের কোন সেনানায়ক মারা গিয়েছিলেন বলে প্রচার করা হয়?
উ) লে: জে: শিদেই।
৩০৬. মৈরাং- এ কবে প্রথম আজাদ হিন্দ সরকারের তরফে জাতীয় পতাকা তোলা হয়?
উ) ১৯৪৪ সালের ১৪ এপ্রিল বিকেল ৫ টায়।
৩০৭. মৈরাং এ আজাদ হিন্দ সরকারের পক্ষে কে পতাকা তোলেন?
উ) আজাদ হিন্দ গুপ্তচর বাহিনীর বাহাদুর গ্রুপের কমান্ডার কর্নেল শওকত আলি।
৩০৮.  নেতাজী শওকত আলি কে কি উপাধি দেন?
উ) সর্দার-ঈ-জঙ্গ।
৩০৯. সুভাষচন্দ্র বসু কলকাতার কোথায় ব্যাঙ্কার করেছিলেন?
উ) মহাজাতি সদনের নীচে।
৩১০. কোন দুটি আদেশ অনুযায়ী আজাদ হিন্দ সেনাদের বকেয়া বেতন, ভাতা ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়?
উ) ১৯৪৬ এর ৩০ এপ্রিল ২৬৮৩৭। রেস. ১৪ এবং ১৯৪৩ এ প্রচারিত xxx নং অর্ডিন্যান্স অনুযায়ী।
৩১১. উপরিউক্ত আদেশনামা কি নেহেরু সরকার প্রত্যাহার করেছিল?
উ) না।
৩১২. আজাদ হিন্দ ফৌজের ১৯৪৯ এর ১০-১২ নভেম্বরে সমাবেশে কি প্রস্তাব নেওয়া হয়েছিল?
উ) দিল্লির লালকেল্লায় প্রধান তোরণের সামনে নেতাজীর একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিয্ঠার জন্য ভারত সরকারকে অনুরোধ করা হবে।
৩১৩. লালকেল্লায় নেতাজীর মূর্তি বসানোর অনুমতি কি ভারত সরকার দিয়েছিল?
উ) না।
৩১৪. আজাদ হিন্দ সরকারের সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মারক নেতাজী কোথায় স্থাপন করেন?
উ) সিঙ্গাপুরে।
৩১৫. শহীদ স্মারক কে কে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন?
উ) লর্ড মউন্টব্যাটেন।
৩১৬. স্বাধীন ভারতের গভর্নর জেনারেল নেহেরু কাকে করেছিলেন?
উ) শহীদ স্মারক উড়িয়ে কাপুরুষতার পরিচয় দেওয়া মাউন্টব্যাটেনকে।
৩১৭. নেহেরুর কাছে লালকেল্লায় যে শহীদ বেদী প্রতিষ্ঠার দাবী প্রাক্তন আজাদ হিন্দ সেনারা করেছিল তা কি নেহরু মেনে নিয়েছিলেন?
উ) না।
৩১৮. আজাদ হিন্দ সরকারের প্রধান উপদেষ্টা রাসবিহারী বসুর শেষ ইচ্ছা কি ছিল?
উ) রাসবিহারী বসু অনুরোধকরেন,”ভারত বর্ষের কাছে আমার একমাত্র অনুরোধ,  স্বাধীনতার পর আমার অস্থি যেন জাপান থেকে ভারতবর্ষে নিয়ে যাওয়া হয়, স্বাধীন ভারত ভূখন্ডে যেন আমার অস্থি সমাধিস্থ করা হয়। “
৩১৯. রাসবিহারী বসুর শেষ ইচ্ছা কি স্বাধীন ভারতের সরকার পূর্ণ করেছিল?
উ) না।
৩২০. দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনানায়কদের বিচার কবে শুরু ও কবে শেষ হয়?
উ) ১৯৪৫ সালের ৫ নভেম্বর সকাল ১০-১৫ মি। এ শুরু এবং ৩১ শে ডিসেম্বর ১৯৪৫ এ বিচারের সমাপ্তি ঘটে।
৩২১. স্বরাজ্য দলের বাংলার মুখপত্র এর নাম কি ছিল ?
উ) বাংলার কথা।
৩২২. বাংলার কথার সম্পাদক কে ছিলেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৩২৩.স্বরাজ্য দলের ইংরাজী মুখপত্র ফরওয়ার্ডের প্রচার সম্পাদক কে ছিলেন?
উ) সুভাষচন্দ্র বসু।
৩২৪.সুভাষ বসুর মতে তাঁর জীবনে কার আবির্ভাবে মনের মধ্যে তুমুল পরিবর্তন শুরু হয়?
উ) বিবেকানন্দের আবির্ভাব এ।
৩২৫.ছাত্র জীবনে সুভাষচন্দ্র বসু আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য কোন কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন?
উ) সমাজ সেবা।
৩২৬. সুভাষচন্দ্র বসু কার কথায় সন্ন্যাস না নিয়ে দেশে ফেরেন বলে তঁার বন্ধু দীলিপ কুমার রায়কে বলেন?
উ) সুভাষচন্দ্র বসু বলেন রাখাল মহারাজ ( স্বামী ব্রহ্মানন্দ) তাঁকে দেশের কাজ করতে হবে বলে বাড়িতে ফেরত পাঠান।
৩২৭. সুভাষচন্দ্র বসু কেম্ব্রিজ থেকে ১৯২০ সালের ২৩ মার্চ তাঁর কোন বন্ধুকে চিঠি লেখেন?
উ) চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে।
৩২৮. সুভাষচন্দ্র বসু চারুচন্দ্রকে চিঠিতে কোন দুটি বিষয় আমাদের দেশে জরুরী বলে লেখেন?
উ) একটি জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার এবং দ্বিতীয়টি হল শ্রমিক আন্দোলন।
৩২৯. নেতাজী কত বছরর আজাদ হিন্দ সরককারের রাষ্ট্রপতি ছিলেন?
উ) ২ বছর ( ১৯৪৩-১৯৪৫)।
৩৩০. ১৭ আগস্ট ১৯৪৫ নেতাজী সায়য়গনে কার বাসভবনে এসেছিলেন
উ) নারায়ণ দাসের বাসভবনে।
৩৩১. নেতাজীর মৃত্যু সংবাদ কবে পোথায় প্রথম প্রচারিত হয়?
উ) ২২শে আগস্ট ১৯৪৫, টোকিও রেডিওতে।
৩৩২. সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে পুরুলিয়া গিয়েছিলেন?
উ) ১৯২৭ সালে।
৩৩৩. পুরুলিয়ায় তিনি প্রথমবার কি কারনে গিয়েছিলেন?x
উ) দেশবন্ধু চিত্তরজ্ঞন দাশের বিধবা স্ত্রী বাসন্তী দেবীর সাথে দেখা করতে।
৩৩৪. বাসন্তী দেবীকে তিনি কি বলে ডাকতেন?
উ) মা।
৩৩৫. সুভাষচন্দ্র বসু দেশবন্ধুর যে বসত বাড়িটিতে গিয়েছিলেন তার নাম কি?
উ) রিট্রিট।
৩৩৬.মান্দালয় জেলে সুভাষ বসু অসুস্থ হয়ে পড়ায় তাকে ইনসিন জেলে স্থানান্তরিত করে।কিন্তু তাতেও অবস্থারর পরিবর্ত না হওয়ায় ব্রিটিশ সরকার কি শর্ত দেয়?
উ) ব্রিটিশ সরকারের শর্ত ছিল সুভাষ বসুকে সুইজারল্যান্ড যেতে হবে,  তাহলে মুক্তি দেওয়া হবে, তাতে রাজী না হওয়ায় আলমোড়া যাওয়ার কথা বলা হয়। এই প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন।
৩৩৭. উপরিউক্ত শর্ত প্রত্যাখ্যান করায় ইংরেজ সরকার কি সিদ্ধান্ত নেয়?
উ) ছোটোলাটের লঞ্চে সুভাষচন্দ্র বসুকে বন্দী অবস্থায় প্রথমে ২ দিন গঙ্গা বক্ষে ঘোরানো হয়,তারপর নিঃশ্রর্তে ছেড়ে দেওয়া হয়।
৩৩৮. As Bengal’s poet, I acknoowledge you tooday as the honoured leader of the peoople of Bengal- কে কাকে উদ্দেশ্য করে উপরিউক্ত উক্তিটি করেন্?
উ) রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে উদ্দেশ্য করে উপরিউক্ত উক্তিটি করেন।
৩৩৯. কোন দিনটিকে নিখিল ভারত সুভাষ দিবস হিসেবে পালন করার আহ্বান জানায় কংগ্রেস?
উ) ১০ মে, ১৯৩৬

৩৪০. ১৯৩২ সালে জেল, নির্বাসন ও নজরবন্দি থাকার ঘটনাক্রম শুরু হওয়ার পর সুভাষচন্দ্র বসু কবে মুক্তি লাভ করেন?
উ) ১৭ মার্চ, ১৯৩৭।
৩৪১. ১৯৩৭ এ মুক্তি লাভের পর সুভাষচন্দ্র বসু স্বাস্থ্য উদ্ধারের জন্য কোথায় যান্?
উ) বন্ধু ধরমবীরের বাড়ি ডালহৌসিতে।
৩৪২.ডালহৌসিতে তিনি এই সময় কতদিন অবস্থান করেন?
উ) ৫ মাস।
৩৪৩. ডালহৌসিতে অবসরকালীন সময়ে তিনি কি করে সময় কাটাতেন?
উ) বই ও দেশ বিদেশের পত্রিকা পড়ে।
৩৪৪.এই সময়ে সুভাষ বসু কোন দুটি বই পড়েছিলেন?
উ)  Robert Briffault এর Europa এবং Aldous Huxley- র Eyeless in Gaza।
৩৪৫. এই সময়ে সুভাষচন্দ্র বসুর লেখা ইউরোপ ও পূর্ব এশিয়ার অবস্থা নিয়ে লেখা দুটি প্রবন্ধ যা Modern Review তে প্রকাশিত হয় তার নাম কি?
উ) “Japan’s Role in the Far East” এবং “Eurropee: Today and Tomorrow”।
৩৪৬. সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস সভাপতি ও সদস্যপদ থেকে তিন বছরের জন্য নির্বাসন দেওয়ার পর বঙ্গীয় প্রাদেশিক কমিটির সভাপতি কে হন?
উ) সুভাষচন্দ্র বসু।
৩৪৭. উপরিউক্ত কারনে কংগ্রেস কমিটি কি সিদ্ধান্ত নেয়্?
উ) আ্ডহক বঙ্গীয়  কংগ্রেস কমিটি তৈরী করে।
৩৪৮. সুভাষ বসু যেখানে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সুযোগ নিয়ে ব্রিটিশ বিরোধী চূড়ান্ত সংগ্রাম করতে চেয়েছিলেন সেখানে নেহরুর মত কি ছিল?
উ) নেহরু বলেছিলেন আমরা এই সময় ব্রিটিশদের অসুবিধার সময় কোন সুবিধা ও দরকষাকষি করতে চাইনা ।
৩৪৯. উপরিউক্ত কারনে গান্ধি কি বলেছিলেন?
উ) গান্ধি ভাইসরয় কে বলেছিলেন আমরা মানবিকতার দিক থেকে ব্রিটিশদের পাশে আছি।
৩৫০. নেহেরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস ও ভারতকে কি আহ্বান জানিয়েছিলেন??
উ) ব্রিটিশদের প্রতি নিঃশর্ত সমর্থন।
৩৫১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়  গান্ধি ও কংগ্রেস যখন গনপরিষদ গঠনের অস্ফুট দাবি জানিয়েছিলেন তখন সুভাষচন্দ্র বসু কি দাবি করেছিল(১৯৪০)?
উ) প্রথম দাবি গন আন্দোলনের মাধ্যমে স্বরাজ লাভ, দ্বিতীয়টি গণপরিষদ গঠন।
৩৫২. সুভাষ বসুকে কে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন?
উ) কংগ্রেসের মুখপত্র বল্লভভাই প্যাটেল।
৩৫৩. সুভাষচন্দ্র বসু ১৯৩৯ সালে পুনরায় নির্বাচিত হলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যগণ কবে পদত্যাগ করেন?
উ) ২২ ফেব্রুয়ারী, ১৯৩৯। 

৩৫৪. সুভাষচন্দ্রর বসু এরপর গান্ধির সমর্থন পেতে কত তারিখ তাঁর সাথে দেখা করেন?
উ) ১৫ ফেব্রুয়ারী, ১৯৩৯।
৩৫৫.ফরওয়ার্ড ব্লকের প্রথম সর্বভারতীয় সভা কোথায় হয়েছিল?
উ) বোম্বাইতে।
৩৫৬. নেহরু ফরওয়ার্ড ব্লককে কি বলেছিলেন?
উ) ‘evil’
৩৫৭. কার আন্দোলনের ফলে হলওয়েল মনুমেন্ট সরাতে সরকার বাধ্য হয়?
উ)সুভাষচন্দ্র বসুর।
৩৫৮. সুভাষচন্দ্র বসু কবে থেকে জেলে আমরণ অনশন শুরু করেনন?
উ) ২৯ নভেম্বর, ১৯৪০।
৩৫৯. কবে সুভাষ বসুকে বন্দীদশা থেকে মুক্তি দেওয়া হয় ও নিজগৃহে অন্তরীণ করা হয়?
উ) ৫ ডিসেম্বরর ১৯৪০।
৩৬০. সুভাষবসুর গৃহত্যাগের রাতে কে পুলিশ ঘুমিয়ে রয়েছেন সেই সঙ্কেত দেয়?
উ) দ্বিজেন বসু।
৩৬১. ১৯ জানুয়ারী,১৯৪০ সুভাষ বসু কোথায় পৌঁছন?
উ) পেশোওয়ার ক্যান্টনমেন্ট স্টেশনের নিকট তাজমহল হোটেলে।
৩৬২. ২১ শে জাননুয়ারী সুভাষচন্দ্র বসুর সথে কার দেখা হয়?
উ) ভগৎরাম তলোওয়ার।
৩৬৩. ভগৎরাম কি ছদ্মনাম গ্রহণ করেন?
উ) রহমত খান।
৩৬৪. নেতাজী কবে কাবুল পৌঁছন?
উ) ২৭ শে জানুয়াররী,১৯৪০।
৩৬৫. আবিদ হাসান কবে সুভাষচনন্দ্র বসুর সাথে যুক্ত হন?
উ) এপ্রিল, ১৯৪১।

৩৬৬. ১৯৪১ সালের ৬ জুন নেতাজী কার সাথে দেখা করেন?
উ) ইতালিরর পররাষ্ট্রমন্ত্রী কাউন্ট সিয়ানোর সাথে( Countt Ciano)।
৩৬৭. ইতালি ও জার্মানিতে নেতাজীর সেনা সংগ্রহে কে বাধা দিয়েছিলেন্?
উ  মহম্মদ ইকবাল শিদেই।

৩৬৮) এশিয়ার প্রথম কোথায় মহিলা বাহিনী গঠিত হয়েছিল?
উঃ) আজাদ হিন্দ বাহিনীতে।
৩৬৯.  কোন সরকার ‘Alll India Radio Kolkata' কেন্দ্রের কোনো অনুষ্ঠানে সুভাষচন্দ্রের নাম উচ্চারন করতে বাধানিষেধ আরোপ করে?
উ) ১৯৪৭ সালের জওহরলাল নেহরু সরকার।
৩৭০. “Bow of Burning Gold: A Study of Subhash Chandra Bose”- গ্রন্থটি কার লেখা?
উ) হীরেন মুখার্জীর।
৩৭১. সুভাষচন্দ্র বসুর সঙ্গে কোন বিপ্লবী দলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল
উ) যুগান্তর দল।
৩৭২. সিরাজউদ্দৌলা নাটকটি কে সুভাষচন্দ্র কে উৎসর্গ করে লিখেছিলেন?
উ) শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
৩৭৩. কোন জেলে সুভাষচন্দ্র বসুকে কারারক্ষীরা সংঘর্ষের সময় মেরে সিঁড়ি দিয়ে ফেলে দেয় এবং সুভাষচন্দ্র বসু আহত হন?
উ) 1936 সালের 21 এপ্রিল রাজনৈতিক বন্দী ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষের সময় আলিপুর সেন্ট্রাল জেলে।
৩৭৪.সুভাষ চন্দ্র বসু ১৯৩৩ সালের ২৩ ফেব্রুয়ারি কোন জাহাজে বোম্বাই থেকে ইউরোপে যাত্রা করেন?
উ) এম এস গঙ্গা।
৩৭৫. কাদের প্রচেষ্টায় ভারত চেকোশ্লোভাকিয়ার মৈত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়?
উ) ডঃ এডোয়ার্ড বেনেস ও সুভাষচন্দ্র বসু র প্রচেষ্টায়।
৩৭৬. সুভাষচন্দ্র বসুর ' ইন্ডিয়ান স্ট্রাগল' বইটি কোন প্রকাশনি প্রকাশ করেন?
উ) ব্রিটৈনের  Lawrence and Wishart।
৩৭৭. তাসের দেশ নৃত্য নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছিল?
উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।
৩৭৮. তাসের দেশ নৃত্য নাটকটি কার লেখা?
উ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৭৯. সুভাষচন্দ্র বসু র ঠাকুর্দার নাম কি?
উ) হরনাথ বসু।
৩৮০. ‘তোমরা আমায় রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব' উক্তিটি নেতাজি সুভাষ বসু প্রথম কবে দিয়েছিলেন?
উ) ৪ জুলাই, ১৯৪৪।
৩৮১. সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে এমিলি শেঙ্কেলের সাথে পরিচিত হন?
উ) ১৯৩৪ সালে ভিয়েনায়।
৩৮২. সুভাষচন্দ্র বসু কোন পত্রিকায়' My strange illness' প্রবন্ধ লিখেছিলেন?
উ) Modern Review পত্রিকায়।
৩৮৩. কলকাতা বিমানবন্দরের বর্তমান নাম কি?
উ) নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর।
৩৮৪. নেতাজির রহস্য সন্ধানে বইটি কার লেখা?
উ) নারায়ণ সান‍্যাল।
৩৮৫. নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ আদেশনামা কি ছিল?
উ) “ সিঙ্গাপুর থেকে আমার অনুপস্থিতি কালে মেজর জেনারেল এম. জেড. কিয়ানি অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে সর্বতোভাবে প্রতিনিধিত্ব করবেন।“
৩৮৬. 13 অক্টোবর 1957 সালে  রেনকোজির মন্দিরে চিতাভস্মের সামনে  জহরলাল নেহেরু কি কোন রকম সামরিক-বেসামরিক অভিবাদন জানিয়েছিলেন?
উ) না। এমনকি ভিজিটার্স বুকে নেতিজীর নাম পর্যন্ত উল্লেখ করেননি।
৩৮৭. ভারত সরকার কি কোথাও আজাদ হিন্দ সরকারের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্তম্ভ তৈরি করে?
উ) না।
৩৮৮.’ Verdict from Formosa- gallant end of Netaji'- কার লেখা?
উ) শ্রীহারিন শাহ।
৩৮৯. কে বলেছিলেন সুভাষ বসুর মৃত‍্যু-সংবাদ আমাকে মর্মাহত করিয়াছে, কিন্তু ইহা আমাকে স্বস্তিও দিয়েছে?
উ)  জওহরলাল নেহরু।
৩৯০. নেতাজী র ডেথ সার্টিফিকেট বলে যা দেখানো হয় ,তাতে মৃতের নাম কি ছিল?
উ) ওকারা ইচিরো।
৩৯১. সুভাষচন্দ্র বসু ইংল‍্যান্ডে বি এ ট্রাইপোস ডিগ্রি লাভের জন‍্য কোথায় ভর্তি হন?
উ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ।
৩৯২. সুভাষচন্দ্র বসু ট্রাইপোস পরীক্ষায় কবে পাস করে?
উ) ১৯২১ সালের জুন মাসে।
৩৯৩. চক্রব‍্যুহে নেতাজী কার লেখা?
উ) কেশব ভট্টাচার্য।
৩৯৪. নেতাজী র নামে ডেথ সার্টিফিকেট কত বছর পর দেওয়া হয়?
উ) ৪৩ বছর পর ১৯৮৮ সালের ১৩ ই আগস্ট।
৩৯৫. ১৯৮৮ সালের চন্দ্র বসু নামে কে ডেথ সার্টিফিকেট দেন?
উ) ডঃ ইয়োশিমি।
৩৯৬. সুভাষ বসু কাকে আন্দামান ও নিকোবর এর দায়িত্ব দেন?
উঃ) লেফটেন্যান্ট কর্নেল এ বি লগানাথন।
৩৯৭. মৈরাং কে জয় করেন?
উঃ) কর্নেল শওকত মালিক।

৩৯৮. আজাদ হিন্দ ফৌজ কবে মৈরাং জয় করে?
উঃ) ১৯৪৪ সালের ১৮ এপ্রিল।

৩৯৯. আজাদ হিন্দ ব্যাংক কবে গঠিত হয়?
উঃ) ১৯৪৪ সালের  ৫ এপ্রিল ।
৪০০. আজাদ হিন্দ ব্যাংক কোথায় গঠিত হয়?
উঃ) রেঙ্গুন-এ।
৪০১. আজাদ হিন্দ  ব্যাংকের চেয়ারপারসন কে ছিলেন?
উঃ) দেবনাথ দাস।
৪০২. কোহিমার যুদ্ধ কখন হয়?
উঃ) ১৯৪৪ সালের ৪ এপ্রিল থেকে ২২ জুন।
৪০৩. কোহিমার যুদ্ধে কে জয় লাভ করে?
উঃ) মিত্র শক্তি।
৪০৪. কোন যুদ্ধকে পূর্বের স্ট্যালিনগ্রাদ বলা হয়?
উঃ) কোহিমার যুদ্ধ।
৪০৫ অবিভক্ত  ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন?
উ:)নেতাজী সুভাষ চন্দ্র বসু (১৯৪৩)।
৪০৬. ভারতে আজাদ হিন্দ সরকারের প্রতিষঠা দিবস উপলক্ষে কবে প্রথম লালকেললয়পতাকা উত্তোলন করা হয় এবং কে পতাকা উত্তোলন করেন?
উ:)) ২১ অক্টোবর, ২০১৮। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৪০৭.আজাদ হিন্দ সেনাদের  উপর অকথ্য অত্যাচার ও ফাঁসি বা গুলি করে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া বা জলে ভাসিয়ে দেওয়ার মত ঘটনা কোথায় হয়েছিল?
উ) যশোরের ঝিকরগাছা, বারাসত, বারাকপুরের নীলগজ্ঞ্জ , মুলতান, দিল্লির বাহাদুরগড় প্রভৃতি বন্দি শিবিরে।
408. কবে প্রথম লালকেল্লায় আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করা হয়?
উ) 2018 সালের 21 অক্টোবর।
409. ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম লালকেল্লায় আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে পতাকা উত্তোলন করেন?
উ) নরেন্দ্র মোদী
410.’ The Man India Missed The Most'-গ্রন্থটি কার লেখা?
উ) ভুবন লাল।
411. Netaji: Living dangerously -গ্রন্থটি কার লেখা?
উ) কিংশুক নাগ।
412.’চক্রান্তের আবর্তে নেতাজী ‘-গ্রন্থটি কার লেখা?
উ) সুভাষ রঞ্জন দাশগুপ্ত।
413. ‘ Ideas of a Nation ‘-গ্রন্থটি কার লেখা?
উ) সুভাষ চন্দ্র বসু।
414. Democracy Indian style -গ্রন্থটি কার লেখা?
উ) Anton Pelinka
415. Bose in Nazi Germany -গ্রন্থটি কার লেখা?
উ) Romain Hayes
416. ‘Empower Yourself with Netaji’ -গ্রন্থটি কার লেখা?
উ) বিভাস ঘোষাল।
417. সুভাষ চন্দ্র বসুর জন্মের সময়টা কি ছিল?
উ) দুপুর 12.10।
418. এমিলি শেঙ্কেলের সাথে সুভাষচন্দ্র বসুর কত সালে প্রথম দেখা হয়?
উ) 1934 সালে।
418. কত সালে সুভাষচন্দ্র বসুর বিবাহ হয়?
উ) 1937 সালে মিলি শেঙ্কেলের সাথে।
419. সুভাষচন্দ্র বসুর কন্যার নাম কি?
উ) অনিতা বসু পাফ।
420. কোন জাতীয়তাবাদী নেতার সাথে আঙ্কারায় দেখা করতে সুভাষচন্দ্র বসুকে বাধা দেয় ব্রিটিশ সরকার।
421. সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতে অন্তত দুই দশকের জন্য কি ধরণের সরকার গঠনের কথা উচিত বলে মনে করতেন?
উ)তুরস্কে কামাল আতাতুর্কের মত Socialist Authoritarianism।
422. সুভাষচন্দ্র বসুর উচ্চতা কি ছিল?
উ) 5 ফুট 8.5 ইঞ্চি।
423. কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে (নিজেকে] প্রত্যাহার করে নেওয়া"- উক্তিটি কার?
উ) সুভাষ চন্দ্র বসুর।
423. দেশনায়ক সুভাষচন্দ্র: এক ঐতিহাসিক কিংবদন্তি – গ্রন্থটি কার লেখা?
উ)  নিমাই সাধন বসুর।
425. কোন কোন রাজ্যে নেতাজির জন্ম দিবসে রাষ্ট্রীয় ছুটি পালিত হয়?
উ) পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা ও ত্রিপুরায়।
426. পশ্চিমবঙ্গ- এ একমাত্র ইন্ডোর স্টেডিয়ামের নাম কি?
উ) নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের।
427. কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কি?
উ) নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর ।
428. আজাদ হিন্দ বাহিনীর তিন সেনাপতির লালকেল্লায় বিচার নিয়ে তিগমাংশু ধুলিয়ার সিনেমার নাম কি?
উ) রাগদেশ।
429. ফৈজাবাদের কোন সাধুকে অনেকে নেতাজী বলে প্রচার করেন?
উ) গুমনামি বাবা ।
430. গুমনামি বাবা আর কি নামে পরিচিতি?
উ) ভগবানজী!
431. নেতাজীর স্মরণে রস দ্বীপের নাম কি রাখা হল?
উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।
432. রস দ্বীপের নাম পরিবর্তন এর কথা কখন ঘোষিত হয়?
উ) 2018 সালের 30 ডিসেম্বর।
433. 2018 সালের 30 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ‘নীল' ও ‘হ্যাভলক' দ্বীপের নাম নেতাজী ও আজাদ হিন্দ বাহিনীর স্মরণে কি ঘষণা করেন?
উ) শহীদ ও স্বরাজ দ্বীপ।




তথ্যসূত্র :

1.Brothers against Raj by Leonardo Gordon
2.Indian Struggle by Subhash Chandra Bose
3.Indian Pilgrim by Subhash Chandra Bose
4.Wikiipedia
5.চক্রব্যূহে নেতাজি – শেখর ভট্টাচার্য
6.আমি নেতাজীকে দেখেছি – নারায়ণ সান্যাল
7.ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম- বিভাস ঘোষাল ও জীবন মুখোপাধ্যায়










লেখক পরিচিতি

লেখক বিভাস ঘোষাল একজন লেখক, সমাজ সেবী ,  মোটিভেশনাল স্পিকার। তিনি' ক্যুইজ অন নেতাজি' বইটির মধ্য দিয়ে নেতাজির জীবনের বিভিন্ন জানা অজানা দিক তুলে ধরতে চেয়েছেন । যাতে ভারতের আগামী প্রজন্ম ভারতের মহান সন্তানটি সম্বন্ধে সঠিক তথ্য জানতে পারে। ক্যুইজ হল এমন একটা মাধ্যম যার মধ্য দিয়ে তিনি মনে করেন সহজে বহু মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়। আজাদ হিন্দ সরকার এর 75 বছর পূর্ণ হচ্ছে 21 শে অক্টোবর 2018 সালে। তাই এই পুণ্য লগ্নে তিনি এই গ্রন্থটির মাধ্যমে নেতাজির জীবনের ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের আসল চিত্র তুলে ধরতে চেয়েছেন এবংআজাদ হিন্দ ফৌজের এর প্রতি নিজের শ্রদ্ধা জানিয়েছেন।
লেখক এর আরো কতগুলি উল্লেখযোগ্য বই এর নাম হলো ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম( ছায়া প্রকাশনী), এস এস সি ইতিহাস সহায়িকা( ছায়া প্রকাশনী), ছায়া ইতিহাস( নবম শ্রেণী ত্রিপুরা),  Empower Yourself With Netaji( ম্যাগনোলিয়া)এবং আরো অনেক।
Contact : gbibhash@yahoo.com
bivasblogger.blogspot.com
https://www.youtube.com/channel/UCjwryftRzCZ7flUgCrcAVrg?disable_polymer=true











































Comments

  1. দারুন লাগলো

    ReplyDelete
  2. এই পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো। নেতাজির বাণী পড়তে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিদ্যাসাগর কুইজ-বিভাস ঘোষাল

নেতাজী সুভাষচন্দ্র বসু ও তাঁর আাদর্শ