বিদ্যাসাগর কুইজ-বিভাস ঘোষাল
বিদ্যাসাগর কুইজ বিভাস ঘোষাল 1. বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? -১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। 2. বিদ্যাসাগরের পিতার নাম কি? -ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। 3. কত বছর বয়সে তিনি পাঠশালায় ভর্তি হন? - চার বছর নয় মাস বয়সে ঈশ্বরচন্দ্রকে প্রথমে সনাতন বিশ্বাসের পাঠশালায় এবং পরে কালীকান্ত চট্টোপাধ্যায় এর গ্রামের পাঠশালায় পাঠানো হয়। 4. বিদ্যাসাগর কত সালে কলকাতার পাঠশালায় ভর্তি হন? -১৮২৮ সালের ডিসেম্বর মাসে তাঁকে কলকাতার একটি পাঠশালায় ভর্তি হন। 5. গ্রাম থেকে শহরে আসার সময় বিদ্যাসাগর কি দেখে ইংরেজি সংখ্যা শেখেন? - ইংরেজি মাইলফলক। 5. বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হয়? -১৮২৯ সালের জুন মাসে সংস্কৃত কলেজে ভর্তি করানো হয়। 6. ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? -১৮৩৯ সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 7. কারা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? -সংস্কৃত কলেজ। পরে তিনি দু-বছর ওই কলেজে ব্যাকরণ, সাহিত্য, অলঙ্কার, বেদান্ত, ন্যায়, তর্ক, জ্যোতির্বিজ্ঞান, হিন্দু আইন এব