Posts

Showing posts from May, 2020

সিংহের মতো পথ চলুন

Image
সিংহকে কখনো হাতির সামনে ভয় পেতে দেখেছেন? আপনি যদি প্রকৃত নেতা হতে চান অথবা অনন্য ব্যক্তিত্বের অধিকারী হতে চান, তবে সিংহের কার্যক্রম পর্যবেক্ষণ করুন। অন্য প্রাণীর চেয়ে সিংহ কেন আলাদা? কেন তিনি জঙ্গলের রাজা? তিনি কি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী বা দ্রুততম বা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী?  উত্তরটি  হল ‘না’,তবুও তিনি জঙ্গলের রাজা। কারণ তার মনোভাব তাকে 'রাজা' করে তোলে। সে কখনও তাঁর চেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান হাতিদের শিকার করতে ভয় পায়না। তার আত্মবিশ্বাস রয়েছে যে সেই রাজা এবং হাতি ও অন্যান্য প্রাণী তাঁর জন্য মধ্যাহ্নভোজন। সিংহ যখন প্রয়োজন তখন বিশ্রাম নেয় এবং সে কখনই অযৌক্তিক লম্ফঝ্ম্ফ করে না।  যখন সে কাজ  করে, বা সে গর্জন করে, গ্রহের প্রতিটি প্রাণী তাকে ভয় করে এবং শ্রদ্ধা করে।  নেতাজি সুভাষচন্দ্র ছিলেন সিংহ নেতাজি ছিলেন সিংহের মতো। নিজের সম্পর্কে তার প্রচণ্ড আস্থা ছিল এবং তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। সুতরাং, ব্রিটিশ সরকার সর্বদা তাঁকে ভয় করত। তাই তারা এই ভয়ঙ্কর শত্রূর হাত থেকে বাঁচতে তাঁকে বারবার কারাগারে বন্দী করে। এমনকি তাঁকে ইউরোপে নির্বাসনে প্রেরণ করা হয়। গান্ধী, নেহেরু বা ভ